আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানাল ভারতীয় দল। শুক্রবার থেকে শুরু হবে চার দিনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ। মায়ের অসুস্থতার জন্য গৌতম গম্ভীর দেশে ফিরে এসেছেন। তাঁর বদলে দায়িত্বে থাকবেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। লাল বলের অধিনায়ক হিসেবে হাতেখড়ি শুভমন গিলের। এদিন হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে দুই দলের প্লেয়াররা। সাপোর্ট স্টাফের হাতেও ছিল আর্মব্যান্ড। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

এই ম্যাচে দায়িত্বে থাকবেন গম্ভীরের ডেপুটি দুশখাতে। তাঁকে সাহায্য করবেন বোলিং কোচ মর্নি মরকেল এবং ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। সবকিছু ঠিকঠাক থাকলে, এক সপ্তাহের মধ্যেই আবার লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। ওয়ার্ম আপ ম্যাচের আগে মরকেল বলেন, 'আমাদের আক্রমণে বৈচিত্র আছে। এখনও পর্যন্ত যেভাবে আমরা এগোচ্ছি, তাতে খুশি। কম টেস্ট ম্যাচ খেলায় আমি একটু নার্ভাস ছিলাম। তবে গত তিনদিনে যেভাবে ছেলেদের ট্রেনিং করতে দেখেছি, যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে এনার্জি আছে। এটাই চাই। টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস দরকার। সঙ্গে টিম স্পিরিটও। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে।' প্রসঙ্গত, বুধবার এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় ক্রীড়াজগৎ। তারমধ্যে ছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও।‌ বার্তা দেন রোহিত শর্মাও। এবার ভারতীয় দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হল।