আজকাল ওয়েবডেস্ক: আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতে আয়োজন করতে চায় বিসিসিআই। প্রসঙ্গত, ২০২১ ও ২০২৩ সালে ফাইনাল হয়েছিল হ্যামশায়ার এবং ওভালে। এবারও অর্থাৎ ২০২৫ সালের ফাইনালও হবে ইংল্যান্ড। লর্ডসে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ টানা তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হতে চলেছে ইংল্যান্ডে। অথচ একবারও ইংল্যান্ড ফাইনালে যেতে পারেনি।
বিসিসিআই তাই আবেদন করতে চলেছে ২০২৫–২৭ সার্কেলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেন ভারতে হয়। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে গত মাসে জিম্বাবোয়েতে আইসিসির বৈঠকে আলোচনা হয়েছে। যেখানে বিসিসিআই এর তরফে উপস্থিত ছিলেন অরুণ ধুমাল। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাই ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করার বিষয়ে আশাবাদী বিসিসিআই।
বোর্ডকে উদ্ধৃত করে ওই সূত্র জানিয়েছে, ‘আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে ভারত। আর ভারত না উঠলেও অন্য দুটো দলের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।’ তাছাড়া জয় শাহের জমানায় ভারত যদি এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করতে পারে তাহলে শাহের মুকুটে একটি নতুন পালক জুড়বে।
তবে ভারত–পাক ফাইনালে উঠলে কিন্তু ভারতে ফাইনাল আয়োজন নিয়ে সমস্যা হবে। দু’দেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে পাকিস্তান কোনওমতেই ভারতে খেলতে আসবে না। তবে সেটা অনেক দূরের চিন্তা।
