আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ফের বিতর্ক দেখা দিল ডিআরএস নিয়ে। রবি অশ্বিনের একটি বল মিচেল মার্শের প্যাডে লাগে। ফিল্ড আম্পায়ার নট আউট দেন। রোহিত শর্মা রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার পক্ষে দেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৫৮তম ওভারের তৃতীয় বলে ব্যাট করছিলেন মিচেল মার্শ। প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন করা হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন।
রিভিউ করার সময় বল এবং ব্যাটের সংযোগ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বল আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে লেগেছে তা স্পষ্ট করতে পারেননি আম্পায়ার। কনক্লুসিভ এভিডেন্স না থাকায় অনফিল্ড আম্পায়ারের নট-আউট সিদ্ধান্ত বহাল রাখা হয়। কমেন্টেটেররাও বলেন, বলটি আগে প্যাডে লেগেছিল। হক-আই সিস্টেম দেখায় বলটি স্টাম্পে আঘাত করত। কিন্তু কনক্লুসিভ এভিডেন্স না থাকায় নট আউট থেকে যান মার্শ। এই সিদ্ধান্তের পর হতবাক হয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়রাও।
প্রশ্ন ওঠে তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়েও। প্রসঙ্গত, দ্বিতীয় দিনের প্রথম সেশনের বিরতিতে অস্ট্রেলিয়ার রান ১৯১/৪। তারা এগিয়ে ১১ রানে। যত দ্রুত অসিদের অলআউট করাই লক্ষ্য রোহিত বাহিনীর। কাঁটা এক জনই। ট্রাভিস হেড। ইতিমধ্যেই দুটি ছয় মেরেছেন হেড। লিড যত বাড়বে, দ্বিতীয় ইনিংসে চাপ তত বাড়বে ভারতের। কারণ প্রথম ইনিংসে ভারত তুলেছিল মাত্র ১৮০। টস জিতলেও বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া।
