আজকাল ওয়েবডেস্ক: মানুকা ওভালের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ধুয়ে যায় বৃষ্টিতে। সেই ম্যাচে অর্শদীপ সিংকে নামানো হয়নি। আর তার জন্য ভক্তদের কটাক্ষ ধেয়ে এল ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে।

 দুই পেসার হিসেবে ছিলেন বুমরাহহর্ষিত রানা। সঙ্গে তিন স্পিনার বরুণ, কুলদীপ ও অক্ষর। ওয়াশিংটনকে রাখা হয়নি প্রথম একাদশেপেসার অলরাউন্ডার হিসেবে ছিলেন শিবম দুবে

অর্শদীপকে না নেওয়ায় সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। এক ভক্ত লিখেছেন, ''অর্শদীপ সিংয়ের প্রথম একাদশে থাকা উচিত ছিল। বিশ্বকাপ জিতেছিল ও।'' আরেক ভক্ত লিখেছেন, ''অর্শদীপ সিংয়ের সঙ্গে কি গৌতম গম্ভীরের কোনও সমস্যা রয়েছে? দেশের অন্যতম সেরা উইকেট শিকারী ধারাবাহিক ভাবে সুযোগই পাচ্ছে না।'' আরেক ভক্ত প্রশ্ন তুলেছেন, ''অর্শদীপের থেকেও কি ভাল বোলার হর্ষিত রানা? গৌতম গম্ভীর কেন?''

 

?ref_src=twsrc%5Etfw">October 29, 2025

এই কেন-র জবাব খুঁজছেন সবাই। আরেক ভক্ত লিখেছেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছিল অর্শদীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে থেকেও বাদ পড়েছিলচ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চে বসিয়েই কাটিয়ে দিল। হর্ষিত রানাকে পছন্দ করা হয়। সুযোগ দেওয়া হয়। ইংল্যান্ড সিরিজে একই ছবি। হর্ষিত রানা আগে সুযোগ পায়। বেঞ্চে বসে থাকে অর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে।''

অজিত কুমার নামের এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা উইকেট শিকারী অর্শদীপ সিং। অথচ হর্ষিত রানাকে খেলিয়ে অর্শদীপকে বেঞ্চে বসিয়ে রাখছেন গৌতম গম্ভীর।'' প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেল বরুণদেবতার কল্যাণে। তুমুল বৃষ্টির জন্য ক্যানবেরায় খেলাই শুরু করা গেল না ৯.‌৪ ওভারের পর।

ক্যানবেরায় সিরিজের প্রথম টিটোয়েন্টি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। খেলা অবশ্য যথাসময়েই শুরু হয়েছিলঅস্ট্রেলিয়া টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। দুই ভারতীয় ওপেনার মারকাটারি ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু দলের রান যখন পাঁচ ওভারে ৪৩/‌১ তখন বৃষ্টি নামে। ওইসময় আউট হয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা (‌১৯)‌। উইকেটে ছিলেন শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:  স্থিতিশীল শ্রেয়স, হাসপাতালেই গল্পে মশগুল নার্সদের সঙ্গে 

 

 

?ref_src=twsrc%5Etfw">October 29, 2025

এরপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের তিনটে নাগাদ খেলা শুরু হয়। জানানো হয় ১৮ ওভারের খেলা হবে। এরপরই সূর্য ও গিল আরও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এশিয়া কাপে রান পাননি সূর্য। এদিন যেন তা সুদে আসলে পুষিয়ে দেওয়ার জন্য ক্যানবেরায় নেমেছিলেন। ২৪ বলে ৩৯ করে ফেলেছিলেন সূর্য। ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। আর গিল করে ফেলেছিলেন ২০ বলে ৩৭। মেরেছিলেন চারটি চার ও একটি ছয়। ৯.‌৪ ওভারে ভারতের রান যখন ৯৭/‌১। তখন ফের বৃষ্টি নামে। সূর্য ও গিল জুটিতে তুলে ফেলেছিলেন ৬২ রান। দুর্দান্ত খেলছিলেন। কিন্তু দুর্ভাগ্য। বৃষ্টির জন্য খেলাই হয়ে গেল পরিত্যক্ত। আর শুরুই করা গেল না খেলা। পাঁচ ম্যাচের সিরিজ এখন হয়ে গেল চার ম্যাচের। 

আরও পড়ুন: রোহিতের বিরল রেকর্ড, ‘‌বৃদ্ধ’‌ বয়সে শীর্ষে উঠে নয়া নজির গড়লেন হিটম্যান