আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে হকিতে বেলজিয়ামের কাছে হার ভারতের। বৃহস্পতিবার এগিয়ে গিয়েও ১-২ গোলে হারলেন হরমনপ্রীতরা। খোয়ালেন অপরাজেয় তকমা। প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম হার। পুল বি-তে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বেলজিয়াম। এখনও পর্যন্ত অলউইন রেকর্ড টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়নদের। হারলেও কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ভারত। তবে টেবিলের স্থানের ওপর নির্ভর করবে প্রতিপক্ষ। প্রথম দুইয়ে শেষ করতে পারলে শেষ আটে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ মিলবে। তাই জয়ের জন্য মরিয়া ছিলেন হরমনপ্রীতরা। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গতবারের রূপো জয়ীদের বিরুদ্ধেও ম্যাচটা কঠিন হবে।
এদিন হারলেও হরমনপ্রীতদের পারফরমেন্স নজর কেড়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ যে কঠিন হবে জানাই ছিল। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুটিয়ে থেকে শুরু করেনি হরমনপ্রীতরা। বরং শুরু থেকেই অলআউট ঝাঁপায়। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ভারত। গোল করেন অভিষেক। কিন্তু দুর্গ অক্ষত রাখতে পারেননি শ্রীজেশ। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল বেলজিয়ামের। চতুর্থ কোয়ার্টারে পুরোপুরি রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে বেলজিয়াম। তাসত্ত্বেও সমতা ফেরানোর মতো জায়গায় চলে গিয়েছিল ভারত। প্রায় শেষ মিনিটে পেনাল্টি কর্নার পায়। কিন্তু ম্যাচের অন্তিমলগ্নে হরমনপ্রীতের পেনাল্টি কর্নারে দুরন্ত গোললাইন সেভ বেলজিয়ামের। তবে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে এদিন যেভাবে লড়াই করেছে ভারতীয় দল, প্রশংসা করতেই হবে। এদিন জিততে না পারলেও পদকের আশা জাগালেন হরমনপ্রীতরা। তবে পেনাল্টি কর্নার নিয়ে ভাবতে হবে ভারতীয় দলকে। বিপক্ষকে একাধিক পেনাল্টি কর্নার দেওয়ার পাশাপাশি, পেনাল্টি কর্নার থেকে গোলের সংখ্যা খুবই কম ভারতের। সুযোগ কাজে লাগাতে পারছেন না স্ট্রাইকাররা। যা পরবর্তীতে বিপদে ফেলবে।
এদিন হারলেও হরমনপ্রীতদের পারফরমেন্স নজর কেড়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ যে কঠিন হবে জানাই ছিল। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুটিয়ে থেকে শুরু করেনি হরমনপ্রীতরা। বরং শুরু থেকেই অলআউট ঝাঁপায়। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ভারত। গোল করেন অভিষেক। কিন্তু দুর্গ অক্ষত রাখতে পারেননি শ্রীজেশ। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল বেলজিয়ামের। চতুর্থ কোয়ার্টারে পুরোপুরি রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে বেলজিয়াম। তাসত্ত্বেও সমতা ফেরানোর মতো জায়গায় চলে গিয়েছিল ভারত। প্রায় শেষ মিনিটে পেনাল্টি কর্নার পায়। কিন্তু ম্যাচের অন্তিমলগ্নে হরমনপ্রীতের পেনাল্টি কর্নারে দুরন্ত গোললাইন সেভ বেলজিয়ামের। তবে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে এদিন যেভাবে লড়াই করেছে ভারতীয় দল, প্রশংসা করতেই হবে। এদিন জিততে না পারলেও পদকের আশা জাগালেন হরমনপ্রীতরা। তবে পেনাল্টি কর্নার নিয়ে ভাবতে হবে ভারতীয় দলকে। বিপক্ষকে একাধিক পেনাল্টি কর্নার দেওয়ার পাশাপাশি, পেনাল্টি কর্নার থেকে গোলের সংখ্যা খুবই কম ভারতের। সুযোগ কাজে লাগাতে পারছেন না স্ট্রাইকাররা। যা পরবর্তীতে বিপদে ফেলবে।
