আজকাল ওয়েবডেস্ক: আট বছর পরে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেই রোহিত শর্মার ব্যাট গর্জে উঠল। দেড়শো রান করে থামলেন তিনি। নির্বাচকদের বুঝিয়ে দিলেন, তিনি ফর্মেই রয়েছেন। ২০২৭ বিশ্বকাপে তাঁর কথা ভাবা যেতেই পারে। 

সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলার কথা বলছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রোহিত শর্মা বিজয় হাজারে শুরু করলেন সেঞ্চুরি হাঁকিয়ে। 

তাঁর দুর্দান্ত ব্যাটিং দেখার পরে ভক্তরা ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরকে ট্রোলিং শুরু করে দিলেন। কেউ বললেন, ''গৌতম গম্ভীর কোথায়? গম্ভীর এই ইনিংস দেখলেন?'' 

ভারতীয় ক্রিকেটভক্তরা মনে করেন, গৌতম গম্ভীরের জন্যই রোহিত শর্মা-বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। 

ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে যায়, ঘরোয়া টুর্নামেন্টে রান করে নিজেদের প্রমাণ করতে হবে সিনিয়র ক্রিকেটারদের। 

রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন। ১৮টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান তিনি। অন্য দিকে বিরাট কোহলিও সেঞ্চুরি করেছেন। দু'বার জীবন ফিরে পাওয়ার পরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন কোহলি। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। প্রথম দু'টি ওয়ানডেতেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।  সেই কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেই যে রান পাবেন, তাতে অবাক হওয়ার কী আছে। কোহলি ১০১ বলে ১৩১ রান করেন। ২৬ ডিসেম্বর ফের দুই মহারথী নামবেন মাঠে। সেদিন আবার কী খেল দেখান সেটাই দেখার।