আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য জয় বাংলার। বিজয় হাজারে ট্রফিতে সাত বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে নিল বিদর্ভের বিরুদ্ধে। 

প্রথমে ব্যাট করে বিদর্ভ ৫০ ওভারে করেছিল পাঁচ উইকেটে ৩৮২ রান। সেই রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলা। ম্যাচের সেরা হন শাহবাজ আহমেদ। 

বিদর্ভের ওপেনার আমন মোখাদে ৯৯ বলে ১১০ রানের ইনিংস খেলেন। ধ্রুব শোরে ১২৫ বলে ১৩৬ রান করেন। এই দুই ব্য়াটারের জন্যই বিদর্ভ ৫০ ওভারে বিশাল রান করে। বাকিদের মধ্যে রবিকুমার সমর্থ (৪০) ও নচিকেত ভুটে (৩৮) উল্লেখযোগ্য রান করেন। ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৮২ রান করে বিদর্ভ। 

বাংলার বোলারদের মধ্যে মহম্মদ সামি ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। অন্যদিকে আমির গনি ১০ ওভার বল করে ৮০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। বাকি বোলাররা উইকেটও  নিতে পারেননি। আবার বিদর্ভের ব্যাটারদের থামিয়ে রাখতে পারেননি। 

বাংলার ব্যাটাররা অবশ্য সেঞ্চুরি পাননি। কিন্তু ম্যাচ জিততে সমস্যাই হয়নি। কারণ দুই ওপেনার শুরুতেই সুর বেঁধে দেন। অভিষেক পোড়েল করেন ৫৬। অপর ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৬৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন। ওপেনিং পার্টনারশিপে বাংলা ১০৩ রান তোলে। তিন নম্বরে নামা সুদীপ ঘরামি ৪৯ বলে ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলার পরে শাহবাজ আহমেদ ৫৮ বলে দুর্দান্ত ৭১ রান করেন। শেষের দিকে আকাশদীপ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে বাংলাকে ম্যাচ জেতান।