আজকাল ওয়েবডেস্ক: অন্ধকারে ভারতীয় ফুটবল। কবে আইএসএল হবে, কেউ জানেন না। এদিকে ফিফার ক্রমতালিকায় পিছিয়েই পড়ছে ভারত। দেশের ফুটবল মোটেও লাভজনক নয়। সেই কারণে সিটি গ্রুপ নিজেদের সরিয়ে নিল মুম্বই থেকে। একের পর এক ধাক্কা ভারতীয় ফুটবলে। 

২০১৯ সালে সিটি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধে মুম্বই। ৬৫ শতাংশ স্টেক হোল্ডার হয় সিটি গ্রুপ। আইএসএলের ইতিহাসে যুগ্মভাবে সফল ক্লাব মুম্বই। চারটে খেতাব জেতে তারা। তার মধ্যে ২০২০-২১ সালে  দুটো লিগ উইনার্স শিল্ড ও দুটো আইএসএল কাপ। 

সিটি গ্রুপ সরে যাওয়ায় ক্লাবের মালিকানা এখন রণবীর কাপূর ও ব্যবসায়ী বিমল পারেখের হাতে যাবে। 
এদিকে, ইপিএলের মডেলে আইএসএল করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়েছে ক্লাবগুলোর পক্ষ থেকে। 
ক্রীড়ামন্ত্রককে নিজেদের পরিকল্পনা জানিয়ে দিয়েছে সম্মিলিত ক্লাব জোট। লিগ পরিচালনার পূর্ণ স্বত্ত্ব এবং মালিকানা চেয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। তবে তাতে সামিল হয়নি ইস্টবেঙ্গল। মোট ১২টি ক্লাব কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ইমেল পাঠিয়েছে।

ক্লাব জোটের প্রস্তাবে বলা হয়েছে, বার্ষিক ১০ কোটি টাকা ফেডারেশনকে দেবে ক্লাব জোট। গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য এই অর্থ দেওয়া হবে। এর বাইরে এআইএফএফকে আর কোনও টাকা দেবে না ক্লাব জোট। তবে এইবছর এই অর্থ তাঁরা ফেডারেশনকে দেবে না। ২০২৬-২৭ আইএসএল থেকে এআইএফএফকে ১০ কোটি দেওয়া হবে। দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে ক্লাব জোট। অন্তত আগামী দশ বছর ধরেই এগোতে চাইছে তাঁরা। ফেডারেশনকে শুধুই নিয়ন্ত্রক হিসেবে চায়। তবে তাঁদেরও শেয়ার থাকবে।