আজকাল ওয়েবডেস্ক: ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য সাতটি প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে অন্যতম হিসেবে আনুষ্ঠানিকভাবে বিড জমা দিল ভারত। ২০১৭ সালে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর এটি হতে পারে ভারতের মাটিতে প্রথম বড় ফুটবল টুর্নামেন্ট।  ২০২৭ সালের এশিয়ান কাপের আয়োজক হওয়ার সুযোগ হাতছাড়া করার পর এবার ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। ২০২৭ সালের এশিয়ান কাপের কোয়ালিফায়ারে অংশগ্রহণ করলেও ২০৩১ সালের টুর্নামেন্টের দায়িত্ব পাওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২০৩১ সালের এশিয়ান কাপের জন্য রেকর্ড সংখ্যক বিড জমা পড়ায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকটি দেশকেই। বিড সফল হলে ভারতের মাটিতে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এএফসি সভাপতি জানিয়েছেন, বিড জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ, এবং ভারতের নাম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারীদের মধ্যে।