আজকাল ওয়েবডেস্ক: আইকনিক লর্ডস স্টেডিয়ামে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে যে ইংল্যান্ড ২০২৬ সালে লর্ডসে একটি মাত্র টেস্ট ম্যাচে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। সম্প্রতি ২০২৩ সালের ডিসেম্বরে নভি মুম্বইতে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড।
সেই ম্যাচে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। তবে এর আগেও লর্ডসে মহিলাদের ম্যাচ হয়েছে তবে সেটা সাদা বলের ক্রিকেটে। ২০২৬ সালে লর্ডসে দুই দল টেস্ট ম্যাচ এটা জানিয়ে দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের টেস্ট ম্যাচের আগে ২০২৫ সালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। তবে সেই ইংল্যান্ড সফর সাদা বলের।
নটিংহ্যামে ২৮ জুন থেকে শুরু হওয়া ৫টি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ১২ জুলাই নটিংহ্যামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলা হবে। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের মহিলা দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। ৫০ ওভারের সিরিজ শেষ হবে ২২ জুলাই।
