আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ অভিষেক হল সূর্যকুমার যাদবের। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সূর্য। শনিবারই অনুশীলনে থ্রো ডাউনের সময় কবজিতে চোট পান সূর্য। আর অনুশীলন করতে পারেননি। কিন্তু তিনি এখন সুস্থ। এদিকে, শার্দূল ঠাকুরের পরিবর্তে প্রথম একাদশে এলেন মহম্মদ সামিও। ভারত পাঁচ বোলারে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টস জিতে ধর্মশালায় শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিতধর্মশালায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেটে পেসারদের সহায়ক। তাই টস জিতে শুরুতে বোলিং নেন রোহিত।
