আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ ধরে তুমুল সমালোচনা হয়েছে। ব্যাপক জলঘোলা হয়েছে দুই দেশের প্রাক্তনীদের মধ্যেও। কিন্তু গত রবিবার ভারত পাক ম্যাচের পর এদিন এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়েও দেখা গেল একই দৃশ্য। গ্রুপ স্টেজে দুই দলের অধিনায়ক টসের সময় হাত মেলাননি। এদিনও টস করে হাত মেলালেন না সূর্যকুমার এবং সলমন। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে প্রথম একাদশে ফিরে এসেছেন যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। পাকিস্তান দলেও দুটি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন খুশদিল শাহ এবং হাসান নওয়াজ। দলে এসেছেন পেসার হ্যারিস রউফ। এদিনের ম্যাচকে অন্যা ম্যাচের মতো করে দেখার বার্তা দিয়েছেন স্কাই। মাত্র আট দিন আগেই দুই দলের লড়াই দেখা গিয়েছিল, আর এবার সুপার-ফোর পর্বে নামছে তারা।
তবে প্রতিবারের মতো উত্তেজনা থাকলেও, এ বার সেই উত্তেজনা যেন একটু বেশি চড়েছে। গত রবিবার সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। সেই ঘটনাই তৈরি করে বিতর্কের ঝড়। পুরো সপ্তাহ জুড়েই সংবাদমাধ্যমে চলেছে হাত মেলানো-না-মেলানো নিয়ে আলোচনা। এদিকে, পাকিস্তান দলও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দেয় এবং রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জানায়। খেলায় পরিস্থিতি একই রয়ে গেলেও, কৌশলগত আলোচনার চেয়ে এখন যেন অফ-ফিল্ড টানাপোড়েনেই বেশি আলো পড়ছে। ভারতীয় শিবিরের তরফে আগেই শোনা গিয়েছিল, রবিবারের সুপার-ফোর ম্যাচেও তারা হয়তো হাত মেলানোর নিয়ম এড়িয়ে চলবে।
পাকিস্তানি শিবির অবশ্য এদিনের ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে তুলে ধরছে। যাই হোক, ম্যাচের আবহ অন্য রকম। ভারত যেখানে দুর্দান্ত ফর্মে, সেখানে পাকিস্তান এখনও নিজেদের ছন্দ খুঁজছে। তবে মাঠের বাইরে যতই নাটক জমুক, মাঠে নামলে ভারত-পাকিস্তান লড়াই মানেই বিশ্ব ক্রিকেটে অন্য মাত্রার রোমাঞ্চ। শক্তির নিরিখে বিচার করলে পাকিস্তানের থেকে বহু এগিয়ে ভারত। এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্য়ান্ডি পাইক্রফ্ট। পিসিবি জানিয়েছিল, পাকিস্তানের বাকি ম্যাচে যেন পাইক্রফ্ট ম্যাচ রেফারি হিসেবে না দাঁড়ান। রবিবারের বারুদে ঠাসা ম্যাচের আগে জানিয়ে দেওয়া হল পাইক্রফ্টই ম্যাচ রেফারি।
পাকিস্তান তাদের প্রি ম্যাচ কনফারেন্স বয়কট করেছে। জানা গিয়েছে মোটিভেশানাল স্পিকার ডক্টর রহিলকে পাক ক্যাম্পে ডাকা হয়েছে। উল্লেখ্য, আমিরশাহি ম্যাচের আগেও পাকিস্তান বয়কট করেছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। গত রবিবারের ভারত-পাক ম্যাচের টসের সময়ে টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। এই আচরণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানও বর্জন করেন। এর পরেই সোমবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতীয় খেলোয়াড় ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জমা দেয়।
