আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় রোয়িংয়ের প্রসার বাড়াতে এবার নতুন উদ্যোগ নিল ক্যালকাটা রোয়িং ক্লাব। তাঁদের উদ্যোগে শুরু হল একমাসের সামার ক্যাম্প। ১৫ মে থেকে ১৫ জুন চলবে এই শিবির। মোট ১৫২ জন ছেলে এবং মেয়ে ক্যাম্পে অংশ নেবে। কলকাতার মোট ৩০টি স্কুল থেকে ১১ থেকে ১৬ বয়সের ছেলে-মেয়েদের বেছে নেওয়া হয়েছে। সাঁতার জানা এবং উচ্চতায় লম্বা ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই সামার ক্যাম্পের আয়োজন করছে ক্যালকাটা রোয়িং ক্লাব।
বুধবার সকালে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভবিষ্যতে জেলাগুলোতেও সামার ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। রোয়িংয়ের প্রসার বাড়াতে গ্রাসরুট স্তর থেকে শুরু করতে চায় এশিয়ার সবচেয়ে পুরোনো রোয়িং ক্লাব। তাই ১১ থেকে ১৬ বছরের ছেলে-মেয়েদের বেছে নেওয়া হয়েছে। গত ১৫ বছর ধরে উঠতি রোয়ারদের জন্য এই ক্যাম্পের আয়োজন করছে ক্যালকাটা রোয়িং ক্লাব। কোভিডের জন্য মাঝে মাত্র একবছর এই ক্যাম্প হয়নি।
বুধবার সকালে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভবিষ্যতে জেলাগুলোতেও সামার ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। রোয়িংয়ের প্রসার বাড়াতে গ্রাসরুট স্তর থেকে শুরু করতে চায় এশিয়ার সবচেয়ে পুরোনো রোয়িং ক্লাব। তাই ১১ থেকে ১৬ বছরের ছেলে-মেয়েদের বেছে নেওয়া হয়েছে। গত ১৫ বছর ধরে উঠতি রোয়ারদের জন্য এই ক্যাম্পের আয়োজন করছে ক্যালকাটা রোয়িং ক্লাব। কোভিডের জন্য মাঝে মাত্র একবছর এই ক্যাম্প হয়নি।
