আজকাল ওয়েবডেস্ক: বিদায়বেলায় রোহিত শর্মা এসে মিশে গেলেন মহেন্দ্র সিং ধোনিতে! বিদায়ের লগ্ন ঘোষণায় হিটম্যান আর ক্যাপ্টেন কুলের মধ্যে অদ্ভুত মিল।
২০২০ সালে দেশের সবাইকে অবাক করে দিয়ে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ঘড়ির কাটা বলছিল তখন সন্ধ্যা ৭:২৯ মিনিট। কাট টু ২০২৫। পাঁচ বছর পরে সেই একই সন্ধ্যা ৭:২৯ মিনিটে রোহিত শর্মা জানিয়ে দিলেন টেস্ট ফরম্যাট থেকে তিনি অবসর গ্রহণ করেছেন।
কেবল এখানেই নয়, দুই প্রাক্তন অধিনায়কের মিল রয়েছে আরও অন্য জায়গাতেও। ঘটনাক্রমে দুই প্রাক্তন তারকা ওয়াংখেড়েতে শেষ টেস্ট ম্যাচ খেলেছেনষ অর্থাৎ ঘরের মাঠে ওয়াংখেড়েই ধোনি ও রোহিতের শেষ স্টেশন।
স্যর ডনের দেশে টেস্টে খেলে অস্তাচলে গেলেন দুই প্রাক্তন তারকা। ধোনি ও রোহিতের শেষ টেস্ট ভেন্যু মেলবোর্ন। টাইমিংয়ের উপরে দাঁড়িয়ে রোহিত ও ধোনির ব্যাটিং। শুরুর দিকে রোহিত ঢিলেঢালা ব্যাটিং করেন। কিন্তু খেলা যত গড়াতে থাকে, ততই হিটম্যান ছন্দ ফিরে পান। তাঁর টাইমিং ততই ভাল হতে থাকে। ধোনির টাইমিং ঠিকঠাক হলে বলের ঠিকানা হয় গ্যালারি।
বিদায়বেলায় দুই তারকার টাইমিং মিলে গেল। রোহিত ও ধোনি মিলে গেলেন একই বিন্দুতে।
