আজকাল ওয়েবডেস্ক: পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছেআইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট হয়ে নকভি বলেছিলেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে।

নকভির এহেন মন্তব্যকে ভাল ভাবে নেয়নি আইসিসি। পাকিস্তানও যদি সেই রাস্তা নেয়, তাহলে তাদের সবক শেখানো হবে।

আইসিসি-র তরফ থেকে সূত্র মারফৎ জানা গিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের দাবিতে অনড় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরোপ হতে পারে নিষেধাজ্ঞাও

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল বিশ্বকাপ থেকে নয়, এশিয়া কাপ, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বা এনওসি না দেওয়ার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে

পাকিস্তান একপ্রকার বয়কটের হুমকি দিয়েছিলআইসিসি পাল্টা দিল পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির এহেন বার্তার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনও গর্জে উঠেছিলেন।

তিনি বলেছেন, সমগ্র ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করছে। ওয়াসন মনে করেন, ক্রিকেটের মধ্যে রাজনীতি ডেকে আনা খেলাটারই ক্ষতি করছে।''

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেছেন, ''এটা আমার মনে হয় কেবল বাহাদুরি কেনার চেষ্টা। আইসিসির চোখে ফাঁকি দিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করা একটা বোকামি বাহাদুরি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পিসিবি এখন যা করছে, তা কেবল ক্রিকেট এবং ক্রিকেটারদেরই ক্ষতি করছে।

এই ক্ষতির সম্মুখীন হচ্ছে খেলোয়াড়রাইপিসিবি ক্রিকেটকে ইস্যু করে গোঁফে তা দিচ্ছে। দুনিয়াকে দেখাচ্ছে দেখো বাংলাদেশকে সমর্থন করে আমরা নিজেদের ক্ষতিসাধন করছি।''

সব মিলিয়ে ক্রিকেটবিশ্বে এখন অস্থিরতা। বাংলাদেশ নেই বিশ্বকাপে। পাকিস্তান চোখ রাঙাচ্ছে। পালটা দিচ্ছে আইসিসিওবিশ্বকাপের বল গড়ানোর আগে থেকেই কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়েছে