আজকাল ওয়েবডেস্ক: এবার আইপিএল খেলা নিয়ে কড়াকড়ি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে কড়া বার্তা দিল আইসিসি এবং বিসিসিআই। সম্প্রতি জিম্বাবোয়েতে চার দিনের বৈঠক ছিল। সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি। সেখানে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় ক্রিকেটারদের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ক্রিকেটারদের আইপিএল খেলতে হবে, নয়তো বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হতে হবে। ক্রিকেটারদের সংস্থা ডব্লুসিএর দাবি, তাঁরা ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করে। তবে এই দাবি উড়িয়ে দিয়ে আইসিসি জানায়, সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তাঁরা।
এক সদস্য জানান, 'বিসিসিআই বৈঠকে কড়া বার্তা দিয়েছে। বাকি সদস্যরা সেটা সমর্থন করেছে। বার্তা স্পষ্ট। প্লেয়ারদের আইপিএল খেলতে হবে, নয়তো ডব্লুসিএর দ্বারস্থ হতে হবে। প্লেয়াররা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করে। সেই বোর্ডের সদস্যরা আইসিসি গঠন করে। ডব্লুসিএ কীভাবে গোটা বিষয়টার অঙ্গ?' আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে পূর্ণ সদস্য এবং অ্যাসোসিয়েট সদস্যর প্রতিনিধিরা। ডব্লুসিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক সদস্য। চিফ এক্সিকিউটিভ কমিটির সদস্য বলেন, 'ওরা কারা? বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন কী? কোথা থেকে এসেছে। এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। আমার কাছে ওরা শুধুমাত্র ট্রেড ইউনিয়ন, যারা অকারণে আওয়াজ করছে। ওরা প্লেয়ারদের স্বার্থের কথা ভাবছে না। আইসিসি এদের সহ্য করলে, খেলাটা সঠিক জায়গায় থাকবে না।' বোঝাই যাচ্ছে, আইপিএলে খেলা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও ৩১ পেজের রিপোর্টে রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে প্রশ্ন তোলে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সেখানে জানানো হয়, বিসিসিআই রেভিনিউয়ের সিংহভাগ নিয়ে নিচ্ছে। কিন্তু আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই সিস্টেমে কোনও পরিবর্তন হবে না। আইসিসির সদস্যদের এই সিস্টেমে সায় আছে।
