আজকাল ওয়েবডেস্ক: নতুন টেস্ট চ্যাম্পিয়ন পেয়েছে ক্রিকেট বিশ্ব। এবার আগামী ২ বছরের ক্রীড়াসূচি জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২৫-২৭ চক্রে ৭১টি ম্যাচ হবে ৯টি অংশগ্রহণকারী দলের মধ্যে। ১৭ জুন থেকে শুরু হবে সেই টেস্ট সাইকেলের খেলা। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে বাংলাদেশ। 

নতুন সাইকেলে অস্ট্রেলিয়া সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলবে। ২২টি টেস্ট খেলবে অজিরা। ইংল্যান্ড খেলবে ২১টি। দুই পাোয়ারহাউজ একে অপরের মুখোমুখি হবে ২০২৫-এই। 

২০ জুন থেকে নতুন টেস্ট সাইকেলে অভিযান শুরু করছে ভারত। শুভমান গিল নতুন ক্যাপ্টেন। এই সাইকেলে ভারত ১৮টি টেস্ট ম্যাচ খেলবে। হোম সিরিজে ভারতের প্রতিরক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড। 

তেম্বা বাভুমার নেতৃত্বে টানা ৯টি টেস্টে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। তাদের অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। 
কে কটা টেস্ট ম্যাচ খেলবে আগামী ২ বছর- 


অস্ট্রেলিয়া ২২
হোম ম্যাচ-ইংল্যান্ড (৫),নিউজিল্য়ান্ড (৪), বাংলাদেশ (২)। 

অ্যাওয়ে ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ (৩), দক্ষিণ আফ্রিকা (৩), ভারত (৫)। 

ইংল্যান্ড ২১

হোম ম্যাচ-ভারত (৫), নিউজিল্যান্ড (৩), পাকিস্তান (৩)। 

অ্যাওয়ে ম্যাচ-অস্ট্রেলিয়া (৫), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২)।  

বাংলাদেশ ১২

হোম ম্যাচ পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (২)। 

অ্যাওয়ে ম্যাচ- শ্রীলঙ্কা (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (২)। 

ভারত ১৮

হোম ম্যাচ-ওয়েস্ট ইন্ডিজ (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (৫)। 

অ্যাওয়ে ম্যাচ-ইংল্যান্ড (৫), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)। 

নিউ জিল্যান্ড ১৬

হোম ম্যাচ-ওয়েস্ট ইন্ডিজ (৩), ভারত (২), শ্রীলঙ্কা (২)। 
অ্যাওয়ে ম্যাচ- ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)। 

পাকিস্তান ১৩

হোম ম্যাচ দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (২),নিউ জিল্যান্ড(২)। 

অ্যাওয়ে ম্যাচ-বাংলাদেশ (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (৩)।

দক্ষিণ আফ্রিকা ১৪

হোম ম্যাচ অস্ট্রেলিয়া (৩), বাংলাদেশ (২), ইংল্যান্ড (৩)। 

অ্যাওয়ে ম্যাচ- পাকিস্তান (২), ভারত (২), শ্রীলঙ্কা (২)।

শ্রীলঙ্কা ১২

হোম ম্যাচ বাংলাদেশ (২), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২)। 
অ্যাওয়ে ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২), নিউজিল্যান্ড (২)।

ওয়েস্ট ইন্ডিজ ১৪

হোম ম্যাচ অস্ট্রেলিয়া (৩),শ্রীলঙ্কা (২), পাকিস্তান (২)। 

অ্যাওয়ে ম্যাচ-ভারত (২), নিউ জিল্যান্ড(৩), বাংলাদেশ (২)।