আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ চলছে ভারতে। দুর্দান্ত সূচনা করেও ধীরে ধীরে ছন্দ হারিয়েছে আয়োজক ভারত। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পরাজিত করার পর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে হেরে গেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে বিপজ্জনক অবস্থানে রয়েছে ভারতীয় মহিলা দল। দলের এমন ধারাবাহিক পরাজয়ের পরই ‘সমান বেতন নীতি’ বা Equal Pay Policy নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকদের একাংশ।
তাদের বক্তব্য, পারফরম্যান্সে এমন অস্থিরতা থাকলেও মহিলা দল পাচ্ছে পুরুষ দলের সমান ম্যাচ ফি যা নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। ২০২২ সালের অক্টোবর মাসে তৎকালীন বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেন ঐতিহাসিক সমান ম্যাচ ফি নীতি।
তার অধীনে ভারতীয় মহিলা ক্রিকেটাররা এখন পান টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, ওয়ানডে ম্যাচে ৬ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচে ৩ লক্ষ টাকা পুরুষ ক্রিকেটারদের সমান। তবে ম্যাচ ফি-এর ক্ষেত্রে সমতা এলেও বার্ষিক চুক্তির বেতনে বিশাল ফারাক রয়ে গেছে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে।
পুরুষ দলের ক্ষেত্রে বিসিসিআইয়ের চুক্তি চার ভাগে বিভক্ত—A+, A, B এবং C। অন্যদিকে, মহিলা দলের চুক্তি মাত্র তিন ভাগে—A, B এবং C। ২০২৪–২৫ মরশুমে পুরুষ দলের A+ শ্রেণিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা, যারা বছরে ৭ কোটি টাকা পান।
অন্যদিকে মহিলা দলের সর্বোচ্চ A ক্যাটাগরির ক্রিকেটাররা, যেমন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা, বছরে মাত্র ৫০ লক্ষ টাকা পান। তুলনামূলকভাবে, পুরুষদের A গ্রেডে বেতন ৫ কোটি, B গ্রেডে ৩ কোটি এবং C গ্রেডে ১ কোটি টাকা।
মহিলাদের ক্ষেত্রে A গ্রেডে ৫০ লক্ষ, B গ্রেডে ৩০ লক্ষ এবং C গ্রেডে ১০ লক্ষ টাকা। অর্থাৎ, ম্যাচ ফি-তে সমতা এলেও চুক্তিভিত্তিক বেতনে বৈষম্য প্রকট।বিশেষজ্ঞদের মতে, পুরুষদের ক্রিকেটের বাজারমূল্য ও জনপ্রিয়তা বহুগুণ বেশি।
ভারতীয় পুরুষ দল বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক সফল দল, যারা মোট সাতটি আইসিসি ট্রফি জিতেছে। অপরদিকে, মহিলা দল এখনও পর্যন্ত বড় কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি—তিনবার রানার্স আপ হয়েছে।
এছাড়া, আইপিএল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান ক্রীড়া লিগ, যা পুরুষদের ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL চালুর পর মহিলাদের ক্রিকেটে বিপুল পরিবর্তন এসেছে। নিয়মিত সম্প্রচার ও জনপ্রিয়তার ফলে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষের মতো ক্রিকেটাররা এখন ঘরে ঘরে পরিচিত নাম।
