আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছর আগে আজকের দিনে লর্ডসে বিজয়কেতন উড়িয়েছিলেন কপিলরা। সেদিন লয়েডের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
তার পরে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে কেটে যায় ২৮ বছর। কপিলদেবের সঙ্গে এক বন্ধনীতে বসেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
তার পর গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন ধনীতম। ক্রিকেটাররা আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে উঠেছেন। একটা টুর্নামেন্ট জিতলেই আকাশছোঁয়া অর্থ অপেক্ষা করে ক্রিকেটারদের জন্য।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের জন্য ১২৫ কোটি প্রাইজ মানি ঘোষণা করেছিল বিসিসিআই। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল ভারতীয় দলের জন্য।
কিন্তু প্রথম যেদিন ভারতকে বিশ্বজয়ী করেছিলেন কপিলরা, সেদিন তাঁদের কত পুরস্কার মূল্য জুটেছিল? কপিল আর তাঁর দলের পুরস্কারমূল্যের পরিমাণ শুনলে আঁতকে উঠতে পারেন অনেকে।
২০২০ সালে স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছিলেন, ''ফাইনালের আগেরদিন সেখানে বোর্ডের সমস্ত অফিসিয়ালরা হাজির হয়েছিলেন। জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ছোট একটা মিটিং হয়েছিল। ওঁরা বলেছিলেন, ফাইনাল নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা যে এতদূর পৌঁছেছো এটাই যথেষ্ট। ফাইনালে জিতি বা হারি আগেই ২৫ হাজার টাকা বোনাস ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমরা সবাই উৎফুল্ল হয়েছিলাম।''
আজ যে কোনও টুর্নামেন্ট জিতলে যেখানে টাকা ওড়ে, সেখানে ৪২ বছর আগে দেশকে দারুণ এক সম্মান এনে দেওয়ার পুরস্কার ছিল মাত্র ২৫ হাজার টাকা।
