আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়ল বাংলার মহিলা ক্রিকেট দল। বিসিসিআই সিনিয়র উইমেন্স ওয়ানডে কাপে ৩৮৯ রানে তাড়া করে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল বাংলা। জয়ের নেপথ্যে মূল কারিগর তনুশ্রী সরকার, প্রিয়াঙ্কা বালার দুর্দান্ত ইনিংস। বাংলা তো দূর অস্ত, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম শ্রেণীতে এত পাহাড় প্রমাণ রান কোনও দিন তাড়া করে জেতেনি কোনও দল। বিশাল সংখ্যক এই রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট বাকি থাকতেই হরিয়ানাকে হারিয়ে দিল বাংলা।
সোমবার রাজকোটে নিরঞ্জন শাহ গ্রাউন্ডের স্টেডিয়াম সি-তে হরিয়ানার মুখোমুখি হয়েছিল বাংলা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলার মহিলারা। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ছিলেন দুই ওপেনার রিমা সিসোদিয়া এবং শেফালি ভার্মা। রিমা ৫৮ রান করে আউট হলেও শেফালি গিয়ে থামেন ১৯৭ রানে। তিন রানের জন্য দ্বিশতরান মিস করেন। ততক্ষণে বড় রানের গন্ধ পেয়ে গিয়েছে হরিয়ানা। মিডল অর্ডারে ত্রিবেণী বশিষ্ঠের ৪৬ এবং সনিয়া মেন্ধিয়ার ৬১ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ৩৮৯ রান করে হরিয়ানা।
???? Record Alert!
— BCCI Domestic (@BCCIdomestic)
Bengal have achieved the highest successful run chase in Women's List A cricket history, chasing down 390 against Haryana in the Quarter Final at the Niranjan Shah Stadium Ground C in Rajkot ???????? #SWOneday | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/p5xyktY9X8 pic.twitter.com/B4B5rBoPcOTweet by @BCCIdomestic
নক আউট ম্যাচে রানের চাপ নিয়ে ব্যাট করতে নামলেও মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করছিলেন বাংলার দুই ওপেনার ধারা গুজ্জার এবং ষষ্ঠী মণ্ডল। ষষ্ঠী ব্যাট করছিলেন পুরো টি-টোয়েন্টি মুডে। অন্যদিকে, উইকেট বাঁচিয়ে খেলছিলেন ধারা। ২৯ বলে ৫২ করে আউট হলেও রান তাড়া করার ভিত গড়ে দিয়ে যান ষষ্ঠী। উইকেট পড়লেও রান তোলার গতি কমাননি বাংলার ব্যাটাররা। তিন নম্বরে নামা তনুশ্রী সেই গতি বজায় রেখেই দুর্দান্ত শতরান করে যান। ৮৯ বলে ১১৩ রান করেন তনুশ্রী। ৮১ বলে ৮৮ রান করেন প্রিয়াঙ্কাও। টিমগেমে ভর পাঁচ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করলেন বাংলার মহিলারা।
