আজকাল ওয়েবডেস্ক: কথা চলছিল। তাতে সিলমোহর পড়ল। আরও দু'বছর লাল হলুদ জার্সিতে দেখা যাবে হিজাজি মাহেরকে। একধিক ক্লাবের প্রস্তাব ছিল তাঁর কাছে। তারমধ্যে আইএসএলের ক্লাব ছাড়াও ছিল জর্ডনের বেশ কিছু ক্লাব। সব প্রস্তাব খারিজ করে আরও দু'বছরের জন্য ইস্টবেঙ্গলে থেকে গেলেন। মঙ্গলবার তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। আগের বছর ইস্টবেঙ্গলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল হিজাজির। লাল হলুদের সেরা বিদেশি ডিফেন্ডার হন। কলিঙ্গ সুপার কাপ জয়েও তাঁর অবদান ছিল। আরও একবছর ইস্টবেঙ্গলে থাকতে পেরে খুশি হিজাজি। তিনি জানান, ইস্টবেঙ্গল তাঁর হৃদয়ে। তাঁর সঙ্গে ক্লাবের বেশ কিছু সেরা মুহূর্তে জড়িয়ে আছে। জর্ডনের বাইরে তাঁর প্রথম ট্রফি জয় কলিঙ্গ সুপার কাপ। তাঁর ওপর আরও একবার ভরসা রাখায় কোচ এবং ক্লাবকে ধন্যবাদ জানান হিজাজি।
ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, 'হিজাজি দক্ষ ডিফেন্ডার। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর কাছে বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু এসিএল টু-এর কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলে থাকতে রাজি হয়ে যায়।'
ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, 'হিজাজি দক্ষ ডিফেন্ডার। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর কাছে বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু এসিএল টু-এর কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলে থাকতে রাজি হয়ে যায়।'
