আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করল হরমনপ্রীত কৌরের মেয়েরা। ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচটি ভারতের মেয়েরা ৬ উইকেটে জিতল। প্রথম বার ভারতের মেয়েরা দ্বিপাক্ষিক কোনও সিরিজ জিতে নিল।
এর আগে ভারত ছটি সিরিজেই হার মেনেছে। প্রথম দুটো ম্যাচ জেতে ভারত। স্মৃতি মান্ধানা ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করেন। তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ ভাবে ফিরে আসে ইংল্যান্ড।
[আরও পড়ুন: হার দিয়ে রিয়ালে শেষ হল মদ্রিচ রূপকথা, আবেগঘন ছবি মাঠে]
চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে চেয়েছিল। ভারতের কাজটা ছিল খুবই সহজ। ম্যাচটা জিতে সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়া। ভারত সেই কাজটাই করে।
ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে। তাদের ৭ উইকেটে ১২৬ রানে আটকে রাখে।
ভারতের রান তাড়া করে জিততে সমস্যা হয়নি। ভারত ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। তার ফলে সিরিজও ভারতের।
[আরও পড়ুন: কার মুখোমুখি হতে ভয় পেতেন ধাওয়ান? ভারতের প্রাক্তন ওপেনার নাম নিলেন দুই ভয়ঙ্কর পেসারের]
ভারতের অধিনায়ক হরমনপ্রীত জানান, তিনি সিরিজ জিততে চান ৪-১-এ।
