আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার আরও একধাপ কাছে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং। শুক্রবার ডারবানে ৬১ রানে জয় দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া। চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। বুমরার রেকর্ড ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় হার্দিক এবং অর্শদীপ। ৭০ ম্যাচে ৮৯ উইকেট ভারতের একনম্বর পেসারের। ডেথ বোলিংয়ের স্পেশালিস্ট অর্শদীপ প্রথম টি-২০ তে এক উইকেট নেন। তাঁর সংগ্রহ ৮৮ উইকেট। সবে ২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ তে হাতেখড়ি হয় তাঁর। অনেক কম ম্যাচ খেলে ইতিমধ্যেই এই জায়গায় পৌঁছে গিয়েছেন। অর্শদীপের ম্যাচ সংখ্যা ৫৭। তাঁর ইকোনমি রেট ৮.২৮। টি-২০ তে ভারতের অ্যাসেট। বিশেষ করে চাপের মুখে উইকেট তুলে নেওয়ার প্রবণতা রয়েছে পাঞ্জাবের বোলারের।
বুমরার ঘারে নিশ্বাস ফেলছেন হার্দিকও। ৮৭ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অবশ্য অনেক বেশি ম্যাচ খেলে। তাঁর ম্যাচ সংখ্যা ১০৬। ইকোনমি রেট ৮.১৮। তবে পার্টনারশিপ ভাঙতে পারেন। সেই কারণেই বর্তমানে ভারতের একনম্বর অলরাউন্ডার হার্দিক। দু'জনেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেই হয়তো বুমরাকে টপকে যাবেন হার্দিক এবং অর্শদীপ। টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৮০ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্যাচে ৯০ উইকেট তুলে নেন। তৃতীয় স্থানে আছেন বুমরা। তাঁর সংগ্রহ ৮৯ উইকেট। শুধু বুমবুম নয়, অদূর ভবিষ্যতে ভুবনেশ্বর, চাহালকে ছাপিয়ে একনম্বর স্থান দখল করার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছেন অর্শদীপ।
