আজকাল ওয়েবডেস্ক: পারথে ভারতের ব্যাটিং ভরাডুবির পর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার নিজেদের চালই বুমেরাং হয়ে ফেরে। প্রথম ইনিংসের শেষে ৪৬ রানে এগিয়ে ভারত। টিম ইন্ডিয়ার সিরিজ জেতার বিষয়ে আশাবাদী হরভজন সিং। বিহারের একটি বেসরকারি স্কুলের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের প্রাক্তন তারকা। সেখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে ভাজ্জি বলেন, 'ভারতীয় দলকে তিনটে টেস্ট জিততে হবে। অন্তত দুটো জিততেই হবে। শুরুটা ভাল হয়েছে। আমার মনে হয় অস্ট্রেলিয়ায় ৩-২ এ সিরিজ জিতবে ভারত।' 

বিহারের পূর্ণিয়াতে বেসরকারি স্কুলে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করতে এসেছেন হরভজন। বাগডোগরা হয়ে যাবেন পূর্ণিয়ায়। বিদ্যা বিহার স্কুলের স্টেডিয়াম উদ্বোধন করবেন। ঝটিকা সফরে শিলিগুড়িতে থাকার সুযোগ পাবেন না ভাজ্জি। তবে ভবিষ্যতে শহরের নিকটবর্তী পাহাড়ে ভ্রমণের ইচ্ছাপ্রকাশ করলেন। হরভজন বলেন, 'শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে প্রত্যেক ভারতীয়র আসা উচিত। পরে সময় বের করে দু-তিন দিনের জন্য আসব। এখানে কাছাকাছি অনেক পাহাড় রয়েছে। সেখানে যাওয়ার ইচ্ছে আছে।' বাগডোগরা হয়ে সড়ক পথে বিহারের পূর্ণিয়ার উদ্দেশে রওনা দেন তারকা ক্রিকেটার।