আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে মোটিভেশনের অভাব নেই মহম্মদ সামির। বাংলাকে জেতাচ্ছেন ম্যাচ। ৩৫ বছরের সামি তবুও জাতীয় দলে ঢুকতে পারছেন না। যেখানে প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানারা খেলছেন আর ব্যর্থ হচ্ছেন।
বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে অসমের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন সামি। এরপরই নাম না করে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে কটাক্ষ করেছেন হরভজন সিং। প্রাক্তন স্পিনারের প্রশ্ন, কেন জাতীয় দলে নেওয়া হচ্ছে না সামিকে।
প্রসঙ্গত, রায়পুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৫৮ রান করেও হেরেছে ভারত। বোলারদের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানারা ট্যাক্সির মিটারের গতিতে রান দিয়েছেন। পেসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভাজ্জি বলেছেন, ‘প্রসিধ কৃষ্ণা ভাল বোলার। কিন্তু ওর এখনও অনেক কিছু শেখার বাকি আছে। জসপ্রীত বুমরা থাকলে অন্য ব্যাপার। কিন্তু বুমরা ছাড়া টিমের বোলিং লাইন আপের মান একেবারে কমে যায়। বুমরাকে ছাড়াই ম্যাচ জেতা শিখতে হবে ভারতকে।’ ভাজ্জি মনে করেন, বুমরা ছাড়াও ভারতের আরও অনেক বোলার রয়েছে। যারা দলকে জেতাতে পারে। ভাজ্জির কথায়, ‘সামি কোথায়? জানি না ওকে কেন খেলানো হচ্ছে না। ইংল্যান্ড সফরেও বুমরাকে ছাড়াই মহম্মদ সিরাজ দুর্দান্ত খেলেছিল। বুমরাকে বাদ দিয়ে যেক’টা টেস্ট খেলেছিল ভারত, সবগুলোতে জিতেছে। এরকম ভাল বোলার রয়েছে আমাদের হাতে, কিন্তু তাদের কার্যত দূরে সরিয়ে দেওয়া হয়েছে।’
এটা ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের হয়ে খেলেননি সামি। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। রঞ্জির পর ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টেও ছন্দে রয়েছেন। এদিকে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার বুলি আওড়ে যাচ্ছেন, সামিকে নিয়ে তাঁর কাছে নাকি কোনও খবর নেই। যার পাল্টা জবাব দিয়েছেন সামিও। ঘরোয়া ক্রিকেটে সামির বোলিংয়ের উপর নজরও রেখেছেন নির্বাচকরা। তবুও জাতীয় দলে তিনি কেন ব্রাত্য। সেই প্রশ্নই তুলে দিলেন ভাজ্জি।
