আজকাল ওয়েবডেস্ক: আর কিছুদিন পরেই শুরু হবে বর্ডার–গাভাসকার ট্রফি। তার আগে ঘরের মাঠে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এই হারের পরেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই প্রথম ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত।
ভক্তরা ইতিমধ্যেই পিচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। এক ভক্ত তো বলেই দিয়েছেন, অতীতের ক্রিকেটাররা মুরলিথরন, ওয়ার্নের মতো স্পিনারদের মোকাবিলা করত। আর এখনকার ব্যাটাররা স্যান্টনার, আজাজ প্যাটেলদের মতো বোলারকেই সামলাতে পারছে না। ভক্তের এই পোস্ট দেখেই প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং বলেছেন, ‘ওয়াংখেড়েতে যে উইকেট তৈরি হয়েছিল, তা ২–৩ দিনের উইকেট। অতীতের ব্যাটসম্যানরা এরকম উইকেটে খেলেননি। উইকেটগুলো তৈরিই হয়েছে ২–৩ দিনের টেস্টের জন্য। এই উইকেটে মুরলি, ওয়ার্নের দরকার নেই। যে বল ঘোরাতে পারবে সেই উইকেট পাবে।’
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে ভারতের জয়ের জন্য ১৪৭ রান দরকার ছিল। কিন্তু টিম ইন্ডিয়া অলআউট হয়ে যায় ১২১ রানে। ২৫ রানে হার। ঋষভ পন্থ (৬৪) ছাড়া আর কোনও ব্যাটার রান পাননি। এরপরই শুরু হয়ে যায় রোহিত–বিরাটদের সমালোচনা।
