আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে ভারত খুব সহজ জয় পেয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দেয় ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধেও সহজেই জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল। চলতি মাসের ১৯ তারিখ এশিয়া কাপের অপর ম্যাচে ভারতের সামনে ওমান।

প্রথম ম্যাচে হার মেনেছে ওমান। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তাদের একপ্রকার নেই। ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ওমান এমন স্বপ্নও কেউ দেখছেন না। সুপার ফোরের বল গড়ানোর আগে গৌতম গম্ভীর কি ওমান ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন আনবেন? জশপ্রীত বুমরাহ এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত সাত ওভার বল করেছেন। তিনটি উইকেট নিয়েছেন। নতুন বল হাতে তিনি প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙেছেন। আবার পুরনো বলেও নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করে পরবর্তী ওমান ম্যাচে হয়তো বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। 

আরও পড়ুন: লন্ডন কাঁপাচ্ছেন বঙ্গকন্যা, টেনিস কোর্টে ১৬ বছরের তামান্নার রেকর্ড জানলে চমকে যাবেন


বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে পার্থক্য ছিল আকাশ-পাতাল। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল ভারত। এককথায়, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের রিয়ালিটি চেক। টি-২০ ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন।

ফেভারিট হিসেবেই নেমেছিল সূর্যকুমার যাদবের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট কীভাবে খেলে, সেটা দেখিয়ে দিলেন অভিষেক শর্মা, তিলক বর্মারা।‌ শুরুতে জোড়া উইকেট হারানো সত্ত্বেও, তার প্রভাব ব্যাটিংয়ে পড়েনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়। সম্প্রতি ১৪ ম্যাচের মধ্যে ১১ ম্যাচ জয় ভারতের। 
ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, পাক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই সটান চলে যান ড্রেসিং রুমে। 
ভারতের হ্যান্ডশেক বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ''আমি বাক্যহারা। এটা দেখে মন আমার ভারাক্রান্ত। কী বলবো বুঝতে পারছি না। ভারতকে অনেক শুভেচ্ছা। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক ইস্যু করো না। আমরা ভারতের সুখ্যাতি করেছি। হ্যান্ডশেক না করা নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। ঘরের ভিতরেও লড়াই হয়। ঝগড়া বিবাদ হয়। সেগুলো ভুলে এগিয়ে যেত হয়। এটা ক্রিকেট। হ্যান্ডশেক করো। শো ইওর গ্রেস।'' রিপোর্ট অনুযায়ী, ভারতের কোচ গৌতম গম্ভীর হ্যান্ডশেক না করার বুদ্ধি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ম্যাচ চলে গিয়েছে পিছনের সারিতে। সামনের সারিতে চলে এসেছে বিতর্ক। 

আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাস সূর্যর, ভারতীয় সেনাবাহিনীকে জয় উৎসর্গ বার্থ ডে