আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির বাকি মরশুমে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। রাহুল গেহেলত ভাইস ক্যাপ্টেন। জানুয়ারির ২২ ও ২৯ তারিখ হায়দরাবাদের খেলা রয়েছে যথাক্রমে মুম্বই ও ছত্তিসগড়ের সঙ্গে।
সিরাজের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার পিছনে কারণ রয়েছে। বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের ক্যাপ্টেন তিলক ভার্মা। বেশ কয়েকটি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। পঞ্চম রাউন্ডের পরে তলপেটে চোট পান তিলক ভার্মা।
তার ফলে গ্রুপ পর্বে হায়দরাবাদের শেষ দুটো ম্যাচে নামতে পারেননি তিলক ভার্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিলক ভার্মা।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হয়ে পড়েছেন অনিশ্চিত। অন্যদিকে মহম্মদ সিরাজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছেন। সিরিজের প্রথম ম্যাচে এই তারকা পেসার দুটি উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচে অবশ্য চলেনি সিরাজ-ম্যাজিক। রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উইকেটহীন থাকেন হায়দরাবাদি পেসার।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের সাফল্যের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে হায়দরাবাদের নেতৃত্বের আর্মব্যান্ড।
চলতি মরশুমে হায়দরাবাদের হয়ে লাল বলের ফরম্যাটে একটি ম্যাচও খেলেননি সিরাজ। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির কয়েকটি ম্যাচে খেলেন। দুটো প্রতিযোগিতাতেই সিরাজ সাতটি করে উইকেট নিয়েছেন। তারকা পেসার ভাল ছন্দে রয়েছেন বলেই মনে করা হচ্ছে।
এলিট গ্রুপ ডি-তে হায়দরাবাদ এখন চতুর্থ স্থানে রয়েছে। পাঁচটি ম্যাচ থেকে ১৩ পয়েন্ট তাদের ঝুলিতে। রাজস্থানের সঙ্গে একই পয়েন্টে দাঁড়িয়ে হায়দরাবাদ। রাজস্থান তৃতীয় স্থানে রয়েছে। হায়দরাবাদের নক আউটে যাওয়ার সুযোগ এখনও রয়েছে। সিরাজের অন্তর্ভুক্তি হায়দরাবাদের শক্তি বাড়াবে। নক আউট পর্বে পৌঁছনোর আশা এখনও রয়েছে হায়দরাবাদের। ঘরোয়া টুর্নামেন্টের বাকি দুটো ম্যাচ জিততে পারে কিনা হায়দরাবাদ সেটাই দেখার।
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে সফল না হলেও তৃতীয় ওয়ানডে ম্যাচে সিরাজ নিজেকে উজাড় করে দিতে চাইবেন, এ কথা বলাই বাহুল্য।
