আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন রেনেগেডসের হয়ে ম্যাচ খেলছিলেন মহম্মদ রিজওয়ান। তারমধ্যেই তাঁকে জোর জবরদস্তি 'রিটায়ার্ড আউট' করে ক্রিজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিডনি থান্ডারের বিরুদ্ধে বিগ ব্যাশের ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। তারপর থেকেই চর্চায় উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। 

বিগ ব্যাশ লিগে রিজওয়ান আটটি ইনিংসে ১৬৭ রান করেন। যে ম্যাচ নিয়ে তীব্র চর্চা হয়, সেই ম্যাচে রিজওয়ান ২৩টি বলে ২৬ রান করেছিলেন। 
 রিজওয়ানের এহেন অসম্মানের প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তিনি বলেছেন, ''ইউটিউবের বিভিন্ন শোয়ে আমরা আলোচনা করেছি বাবর ও রিজওয়ান কীভাবে তাদের স্ট্রাইক রেটের উন্নতি করতে পারে। রিজওয়ানের সঙ্গে যা হয়েছে, তা রিজওয়ানের অপমান তো বটেই সেই সঙ্গে প্রহসনও বটে। অনেকেই বলছেন রিজওয়ানের উচিত বিগ ব্যাশ লিগ ছেড়ে দিয়ে দেশে ফিরে আসা উচিত রিজওয়ানের। আইপিএলের প্রথম মরশুমে ইউনিস খানকে বসিয়ে রাখা হত বেঞ্চে। ইউনিস খান বলেছিলেন, আমি পাকিস্তানের অধিনায়ক। আমি বেঞ্চে বসবই না। আমাকে বরং শ্রদ্ধার সঙ্গে ফেরত পাঠানো হোক।'' 

 ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইক রেট নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন রিজওয়ান। ২৩ বলে ২৬ রান করেন তিনি। তারপরই রেনেগেডসের অধিনায়ক উইল সুদারল্যান্ড তাঁকে ক্রিজ ছাড়ার নির্দেশ দেন। 

পাকিস্তানের জাতীয় দলে এখন আর নেই রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরে শেষবার খেলেছিলেন তিনি। বাবর আজম ও রিজওয়ানকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বাবর অবশ্য ফিরে এসেছেন। কিন্তু রিজওয়ান এখনও পর্যন্ত দলে ফিরতে পারেননি।