'সময় বদলায়...,' তারার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উসকে পোস্ট বীর পাহাড়িয়ায়! কোন ইঙ্গিত দিলেন?
নিজস্ব সংবাদদাতা
১৫ জানুয়ারি ২০২৬ ১৪ : ৪৯
শেয়ার করুন
1
5
বলিপাড়ায় এখন একটাই গুঞ্জন—অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার সম্পর্ক কি তবে অতীত? বেশ কিছুদিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর ঘুরছিল টিনসেল টাউনে, আর সেই আগুনে ঘি ঢালল বীরের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সম্প্রতি বীর পাহাড়িয়া তাঁর ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন। কিন্তু ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর দেওয়া ক্যাপশনটি।
2
5
সেখানে তিনি লিখেছেন, 'সময় ভাল হোক বা খারাপ, একদিন না একদিন তা বদলাবেই।' এই রহস্যময় বার্তার পরই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা? অনেকেই বিষয়টিকে তারার সঙ্গে তাঁর বিচ্ছেদের ইঙ্গিত হিসেবে দেখছেন।
3
5
এই জল্পনার সূত্রপাত অবশ্য আরও আগে। মঙ্গলবার নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের বিয়েতে বীরকে একা আসতে দেখা গিয়েছিল। সাধারণত বলিউডের এই জুটিকে একসঙ্গে দেখা গেলেও সেখানে তারার অনুপস্থিতি সবার নজরে পড়ে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই যুগল নাকি নিজেদের মতো করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তাঁরা নিজে থেকে এখনও কিছু জানাননি।
4
5
এর আগে এপি ধিলোনের কনসার্টেও একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে গায়কের সাথে তারার ঘনিষ্ঠতা দেখে বীরের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টির ছোঁয়া পেয়েছিল নেটজনতা। যদিও তখন বীর ও তারা দু'জনেই সেই খবরকে 'ভুল প্রচারণা' বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা।
5
5
২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে তারা ও বীরের প্রেমের খবর প্রকাশ্যে আসে। তারপর থেকেই তাঁদের রসায়ন ভক্তদের বেশ পছন্দ ছিল। কিন্তু বীরের এই সাম্প্রতিক 'সময় পরিবর্তনের' বার্তা এখন নতুন কোনও মোড় নেয় কি না, সেটাই দেখার বিষয়।