আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শুরুটা ভাল হল না বৈভব সূর্যবংশীর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে সূর্যবংশী মাত্র চার বলে ২ রান করে ফিরে গেলেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে সূর্যবংশী রান করতে ব্যর্থ হন। যদিও সবার নজর ছিল তাঁর দিকে।
ষষ্ঠবার রেকর্ড জয়ের লক্ষ্যে ভারতের জুনিয়ররা নেমেছে বিশ্বকাপে। ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছেন সূর্যবংশীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব ১৯ দল প্রথমে ব্যাট করে ১০৭ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে বৃষ্টির জন্য ম্যাচ এখন বন্ধ।
গতবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৮ বলে শতরান করেন। ছেলেদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড়শো। মাত্র ৫৯ বলে শতরানে পৌঁছে যান। ইউথদের একদিনের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান বৈভবের। ৯৫ বলে ১৭১ রান করেন। ইউথ একদিনের ম্যাচে ৯৭৩ রান করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির ইউথ একদিনের ম্যাচে ৯৭৮ রান টপকে যাওয়ার হাতছানি ছিল বৈভবের সামনে। কিন্তু সেই নজির গড়া হল না প্রথম ম্যাচে। বিরাটকে টপকে যাওয়াও হল না। পরবর্তী ম্যাচের দিকে এখন তাকিয়ে বৈভব।
আরও একটি রেকর্ড গড়েন ভারতের বিস্ময় বালক। বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার নজির গড়লেন সূর্যবংশী। কানাডার নীতীশ কুমারের রেকর্ড ভাঙলেন।
২০১০ সালে ১৫ বছর ২৪৫ দিন বয়সে এই নজির গড়েন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে দিলেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাট করতে পাঠানো হয়। হেনিল প্যাটেল পাঁচটি উইকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। মার্কিন যুক্তরাষ্ট্র ১০৭ রানে ভেঙে পড়ে। এই রান তাড়া করতে নেমে ভারতের বৈভব সূর্যবংশী ব্যর্থ হন।
