আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশে হর্ষিত রানার অন্তর্ভুক্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এমনকী, প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং প্রিয়াঙ্ক পাঞ্চাল অর্শদীপ সিংকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এই নির্বাচনের সমালোচনা করেন।

তবে সমালোচনার পাশাপাশি সমর্থনও পেয়েছেন কেকেআরের এই পেসার। হর্ষিত রানার পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ও ইরফান পাঠান।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মহম্মদ কাইফ হর্ষিতের বোলিং দক্ষতার প্রশংসা করেন। তিনি জানান, হর্ষিতের এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের জন্য ‘আশাব্যঞ্জক ইঙ্গিত।’

কাইফ লেখেন, ‘হর্ষিত রানা দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস একজন পেসারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন ও জোরে বল করে, স্লোয়ার বলের পরীক্ষা করে, সুইং করানোর ক্ষমতা রয়েছে, এমনকী বাউন্সার দিতেও ভয় পায় না। ভারতীয় ক্রিকেটের জন্য এটা সত্যিই ভাল লক্ষণ।’

কাইফের সুরে সুর মিলিয়ে ইরফান পাঠানও হর্ষিতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘হর্ষিত রানা ধারাবাহিকভাবে ভারতের জন্য ব্রেক থ্রু এনে দিচ্ছে। ওর মধ্যে দম আছে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও হর্ষিতের বোলিংয়ে স্পষ্ট দেখা গিয়েছে ধারাবাহিকতার ছাপ। আগামী ম্যাচগুলিতেও যে তিনি প্রথম একাদশে থাকার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন না অর্শদীপ সিং। ভারতীয়দের হার্ডলে কোহলিকে কিছু বলতেও দেখা যায় এদিন। তিনি যেভাবে সতীর্থদের উদ্দীপ্ত করেন, সেই ভাবেই বক্তব্য পেশ করলেন।

সবার নজর আজ বিরাট কোহলির দিকে। ভদোদরায় পা রাখার পর থেকেই তাঁকে নিয়ে প্রবল উৎসাহ সবার। বিমানবন্দরে তাঁকে ঘিরে ভিড়। নেটে বোলারদের পরামর্শ দিয়েছেন।

ভদোদরায় সন্ধ্যাবেলায় কোহলির ব্যাটের দিকে নজর থাকবে সবার। এদিকে সিরিজের বল গড়ানোর আগেই ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছিল। অনুশীলনে চোট পান ঋষভ পন্থ।

নেট প্র্যাকটিসে আচমকা চোট পান পন্থ। মাঠেই তাঁর শুশ্রূষা হয়। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে ব্যাট করার সময় কোমরের ঠিক ওপরে চোট পান ঋষভ। ব্যথায় কাতরাতে থাকেন।

হেড কোচ গৌতম গম্ভীর সহ দলের বাকি সাপোর্ট স্টাফরা শুশ্রূষার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন পন্থ। ঋষভ পন্থের চোট নিয়ে বড়সড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বোর্ডের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুড়েলকে দলে নেওয়া হয়েছে।

বিজয় হাজারে ট্রফিতে জুড়েল দুর্দান্ত ছন্দে রয়েছেন। পন্থ ছিটকে যাওয়ায় নির্বাচকরা দ্রুততার সঙ্গে বেছে নেন জুড়েলকে। উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ধ্রুব জুড়েল।

সাতটি ম্যাচে ৫৫৮ রানের মালিক তিনি। গড় প্রায় ৯০। দুটো শতরানের পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি করেছেন বিজয় হাজারেতে। উত্তর প্রদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুড়েল।