আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত। দুবাইয়ের মাঠেই খেলেছে ভারত। এ নিয়ে কম সমালোচনা হয়নি।

এবার সেই সমালোচনায় নতুন নাম অ্যান্ডি রবার্টস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই পেসার ভারতকে কটাক্ষ করে আইসিসিকে আক্রমণ করেছেন। রবার্টস বলেছেন, ''আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। সব নিয়ন্ত্রণ করে ভারতই। যদি ভারত আইসিসি-কে বলে, নো বল আর ওয়াইডের দরকার নেই, তাহলে ভারতের দাবি মেনে নেওয়ার জন্য কিছু একটা রাস্তা বের করে ফেলবে। 

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, ''কখনও কখনও  আইসিসির উচিত ভারতকে না বলা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে ভারত। সেমিফাইনালে পৌঁছলে কোথায় খেলবে,তা আগেই জানা হয়ে গিয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কোথাও যেতেই হল না। কোনও টুর্নামেন্টে একটা দল কীভাবে একই ভেন্যুতে খেলতে পারে!'' 

আইসিসি আর বিসিসিআইয়ের মধ্যেও কোনও পার্থক্য খুঁজে পাচ্ছেন না অ্যান্ডি রবার্টস। ৭৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটার বলছেন, ''আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, নো বল, ওয়াইডের 
দরকার নেই, তাহলে ভারতের কথা রাখার জন্য আইসিসি কোনও একটা রাস্তা বের করে নেবে।''

বহির্বিশ্ব বলছে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পেয়েছে। ভারতীয়রা কিন্তু এমন দাবি মানেন না। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, ''কীসের বাড়তি সুবিধা! শেষ কবে এই মাঠে খেলেছি আমার মনেই নেই।'' গম্ভীর না মানলেও
বহির্বিশ্ব কিন্তু ভারতের সমালোচনা করেই চলেছে।