আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্স করেও জাতীয় দলের দরজা খোলেনি মহম্মদ সামির জন্য। বাংলার প্রাক্তন তারকা মনোজ তিওয়ারি মনে করেন, নির্বাচকদের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। বাংলার প্রাক্তন তারকা মনে করেন, নির্বাচকদের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। গোটা পরিস্থিতি দেখার পরে মনোজের মনে হয়েছে, বিশ্বাসেরও অভাব রয়েছে। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করার পরেও সামিকে দলে নেওয়া হয়নি। সেই প্রসঙ্গে মনোজ বলেন, ''দলের মধ্যে আস্থা এবং বোঝাপড়ার অভাব রয়েছে বলে মনে হচ্ছে। সামি বাংলার হয়ে ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে কিন্তু অস্ট্রেলিয়ায় টেস্ট বা ওয়ানডেতেও তাকে দলে নেওয়া হয়নি।'' 

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের দল ঘোষণার সময়ে বিসিসিআই-এর মুখ্য নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, সামির ফিটনেস নিয়ে তাঁর কাছে কোনও আপডেট নেই। তবে আগরকরের এহেন ব্যাখ্যায় একেবারে খুশি হননি মনোজ তিওয়ারি। তিনি বলেন, এটা ট্রেনার, ফিজিও ও টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। মনোজ তিওয়ারি বলেন, ''নির্বাচকরা বলেছিলেন সামির ফিটনেস নিয়ে কোনও আপডেট নেই। কিন্তু এটা কার দায়িত্ব? ট্রেনার ও ফিজিওদের আপডেট দেওয়ার কথা। নিদেনপক্ষে ফোনটা তুলে সংশ্লিষ্ট প্লেয়ারকে ফোন করে তো দেখতে পারে। সামি সিনিয়র প্লেয়ার। বছরের পর বছর ধরে অবদান রেখেছে। অন্তত ওকে ফোন করা যায়। এটাই তো কোচ ও নির্বাচক কমিটির দায়িত্ব।'' 

এদিকে মনোজ তিওয়ারি মুখ ফের বিস্ফোরণ ঘটিয়েছেন।  তাঁর বক্তব্য, বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু দলের আবহাওয়া ভাল না হওয়ায় টেস্ট থেকে সরে গিয়েছেন তাঁরা। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই রোহিত ও কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। 

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পরে গৌতম গম্ভীরের মন্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরণ ঘটালেন মনোজ। ভারতীয় ক্রিকেটে ট্রানজিশন থিওরি তিনি মানেন না। এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ''ভারতের ট্রানজিশনের দরকার পড়ে না। নিউজিল্যান্ড বা জিম্বাবোয়ের ট্রানজিশন হতে পারে। আমাদের ঘরোয়া ক্রিকেটে বহু প্রতিভাবান খেলোয়াড় সুযোগের অপেক্ষায় রয়েছে। এই অতিরিক্ত ট্রানজিশনের জন্য আমাদের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট খেলতে চাইলেও দূরে সরে গিয়েছে। কারণ ওদের কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি ভাল ছিল না।'' 

ইডেন টেস্টে ভারতের ভরাডুবি ঘটে। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে ভারতের ব্যাটিং ধসে যায়। তার পরে গম্ভীর ব্যাটারদের দুষেছেন। সেই প্রেক্ষিতে মনোজ তিওয়ারি ভারতের হেডস্যরের উদ্দেশে বলেছেন, হেরে যাওয়ার পরে প্লেয়ারদের টেকনিক নিয়ে দোষারোপ করা ঠিক নয়। কোচ হিসেবে আপনি রয়েছেন শেখানোর জন্য। প্লেয়ারদের রক্ষণে যদি দুর্বলতা থাকে, তাহলে ম্যাচের আগে ওদের কেন অনুশীলন করানো হয়নি? যখন খেলত, তখন গম্ভীর স্পিন ভাল খেলত। ফলে গম্ভীরই শেখাতে পারত।''