আজকাল ওয়েবডেস্ক: খেলার মাঠে হেরে পাকিস্তানের সাংবাদিকরা সূর্যকুমার যাদবকে আক্রমণের রাস্তা নিল প্রেস কনফারেন্সে। তাতেও কি সূর্যকে থামানো গেল? পাক সাংবাদিকরা বাউন্সার দিয়েছিলেন ভারত অধিনায়ককে। সূর্য সেই বাউন্সার হুক করে গ্যালারিতে ফেললেন।

এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ আরও বড় মন্তব্য করে বসলেন। ক্রিকেট থেকে ভারতকে বহিষ্কারের দাবি তুললেন। তিনি বলছেন, ''এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা উচিত। অন্য কোনও খেলা হলে তাই করা হত। আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই ভারতকে আর বহিষ্কার করা যাবে না। ক্রিকেটের জন্য অত্যন্ত কুৎসিত দিন। ক্রিকেটের স্পিরিটকে খুন করা হল।'' 

আরও পড়ুন:  চুরি করে নেওয়া ট্রফি ভারতকে ফেরত দিতে চান নকভি, তবে চাপালেন বড় সড় শর্ত, সূর্যরা কী মানবেন?

সেই পাক সাংবাদিক কী বলেছিলেন? সংশ্লিষ্ট পাক সাংবাদিক সূর্যকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ''আজ আপনারা চ্যাম্পিয়ন। খুব ভাল খেলেছেন। কিন্তু প্রশ্ন হল, গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান দলের সঙ্গে আপনারা ব্যবহার ঠিক করেননি। সেটা দেখাই গিয়েছে। আপনি হ্যান্ডশেক করেননি, ফাইনালের আগে ফটোসেশন করেননি, তার পরে প্রেস কনফারেন্সে রাজনৈতিক উত্তর দিয়েছেন। ক্রিকেটের ইতিহাসে আপনিই প্রথম অধিনায়ক যিনি রাজনীতি ডেকে এনেছেন ক্রিকেটে।''

পাক সাংবাদিকের লম্বা প্রশ্ন শুনে তো প্রথমে হেসেই ফেললেন সূর্য। তার পরে বললেন, ''উত্তর দেব কি দেব না? আপনি রেগে আছেন। আপনার প্রশ্নটা আমি ভাল করে বুঝতেই পারিনি। একসঙ্গে চারটে প্রশ্ন আপনি করেছেন।''

নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেনসর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক

টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররাদুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলপাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণকিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন নাশেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেনভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

সূর্যকুমার যাদব সেই ট্রফি বিতর্ক প্রসঙ্গে বলেন, ''আমরা মোটেও দরজা বন্ধ করে দিইনিড্রেসিংরুমের ভিতরেও বসে থাকিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাউকে অপেক্ষাতেও রাখিনিট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা। এটাই আমি দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করেছে। তবে আমরা ড্রেসিং রুমের ভিতরে যাইনি।''

ভারত অধিনায়ক পরিষ্কার করে দেন, তাঁদের উপরে ভারত সরকার বা বোর্ডের তরফ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এটা সম্পূর্ণ ভাবে ভারতীয় ক্রিকেট দলের সিদ্ধান্ত। সূর্য বলেছেন, ''প্রথমত, পরিষ্কার করে দিই, সরকার বা বিসিসিআই-এর পক্ষ থেকে টুর্নামেন্ট চলাকালীন আমাদের কিছু জানানো হয়নি। এও বলা হয়নি যে এর হাত থেকে ট্রফি নেবে না। আমরা মাঠেই সিদ্ধান্ত নিয়েছি। এসিসি আধিকারিকরা মঞ্চে ছিল আর আমরা নীচে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখেছি মঞ্চে ওরা কীসব যেন বলছে। কী বলছিল, সেটাও আমার জানা নেই। দর্শকদের মধ্যে অনেকেই গালমন্দ করছিলেন। তার পর আমাদের চোখে পড়ে ওদের কোনও প্রতিনিধি ট্রফি নিয়ে পালিয়ে গেল।'' 

আরও পড়ুন: 'চোখের সামনে দেখলাম আমাদের ট্রফি নিয়ে পালাচ্ছে ওরা', ট্রফি বিতর্ক নিয়ে এবার তীব্র ক্ষোভ ঢেলে দিলেন সূর্য ...