আজকাল ওয়েবডেস্ক: খেলোয়াড়জীবনে বহুবার তিনি এই ম্যাচ খেলেছেন। কখনও জিতেছেন। কখনও হেরেছেন। ভারত-পাক ম্যাচের পালস তিনি বোঝেন। এই ম্যাচ মানেই আবেগের ফুটন্ত কড়াই। ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, নার্ভ যার ম্যাচ তার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ রবিবারের ভারত-পাক মহারণ প্রসঙ্গে কী বলছেন? পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মনে করেন, এখনও মরুশহরে এই ম্যাচের পারদ চড়েনি। কারণ ভারত খুব সহজেই এবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা স্বীকার করে নিয়েছে। সেই কারণে উত্তেজনা এখনও নেই।
এবার অবশ্য না খেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। গোটা দেশ চাইছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ হবে না দুই দেশের। কিন্তু এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খেলার ব্যাপারে ভারত সরকার কোনও বাধা দেবে না। অর্থাৎ এশিয়া কাপের মহারণে কোনও সমস্যা নেই ভারত সরকারের।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, ''ভারত খুব সহজেই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বলে স্থির করে নিয়েছে। তাই ম্যাচটা নিয়ে কোনও উত্তেজনা তৈরি হয়নি এখনও পর্যন্ত। কোনও একটা জিনিস নিয়ে কৌতূহল, উত্তেজনা তৈরি হয় তখনই, যখন সেটা নিয়ে টালবাহানা চলে বা নিষেধাজ্ঞা থাকে।'' রশিদ লতিফ আরও বলেন, ''সেঞ্চুরিয়ন হোক বা সিডনি বা চেন্নাই, যে প্রান্তেই খেলুক না কেন দুই দেশ, সব সময়ে হাউজফুলই থেকেছে।'' ক্রিকেটপাগলরা আশা করছেন মরুশহরেও গ্যালারি কানায় কানায় ভর্তি থাকবে রবিবার।
আরও পড়ুন: পাক ম্যাচের আগে সূর্যদের বার্তা দিলেন কপিল, কী বললেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক? ...
এবারের এশিয়া কাপের যা সূচি তাতে ভারত-পাকিস্তানের মধ্যে একাধিকবার দেখা হতে পারে। শেষ পর্যন্ত কী হয়, তা বলবে সময়। তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে ফুরফুরে মেজাজ। জিততে শুরু করলে একটা দলের চরিত্রই বদলে যায়।
প্রথম ম্যাচে ভারত দুরমুশ করেছে সংযুক্ত আরব আমিরশাহিকে। হাসতে হাসতে ম্যাচ জিতে নিয়েছে। ঘাম না ঝরিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারত দেখিয়ে দিয়েছে তারা চ্যাম্পিয়ন হতে এসেছে এশিয়া কাপে। দুর্বল সংযুক্ত আরব আমিরশাহি পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। ১৩.১ ওভারে ৫৭ রানে শেষ হয়ে যায় ইউএই। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রান কোনও দলের। ভারত ২৭ বলে ম্যাচটা জিতে নেয়।
এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে কুলদীপ নামলেন, চারটি উইকেট নিলেন। মনে করিয়ে দিলেন, সেই পুরনো আপ্তবাক্য, ভিনি, ভিডি, ভিসি। একসময়ে আমিরশাহির রান ছিল বিনা উইকেটে ২৬। কিন্তু ৫২ রানে পড়ে যায় সাতটি উইকেট। ভারতীয় বোলারদের দাপটে আমিরশাহির ব্যাটাররা কোনও প্রতিরোধই গড়তে পারলেন না। তাঁদের রান আন্তর্জাতিক ফোন কোডের নম্বর বলে ভ্রম হতে পারে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ভারতের কাছে ওয়ার্ম আপ ছাড়া আর কিছু নয়। ভারত শুরু থেকেই ছন্দে। পাকিস্তান নিশ্চয় ভারতের খেলা দেখেছে। সূর্যকুমার যাদবের দলকে থামানোর জন্য কী পরিকল্পনা নেবে, সেটাই দেখার।
পাকিস্তানের বিরুদ্ধে কাদের নামাবেন সূর্য? ভারত অধিনায়ক সেই সম্পর্কে অবশ্য ইঙ্গিত দেননি। তিনি বরং পিচের কথা বলেছেন, ''এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল। তখন বেশ কিছু দিন দল এখানে ছিল। পিচ প্রায় একই রকম রয়েছে। তবে একটু মন্থর। গরম ভালই আছে। স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ভালই বল করল। জশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবেরাও সাহায্য করল।'' ভারত অধিনায়কের কথা শুনে মনে হওয়াই স্বাভাবিক পাকিস্তানের বিরুদ্ধেও এই বোলিং ইউনিট নিয়েই নামবেন তিনি।
আরও পড়ুন: মহিলা বিশ্বকাপের আগে ঐতিহাসিক সিদ্ধান্ত আইসিসির, টুর্নামেন্টে দেখা যাবে এই বিশেষ চমক
