আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর থেকে তুলোধোনা করা হচ্ছে গৌতম গম্ভীরকে। নিউজিল্যান্ডের পর এটা দ্বিতীয় সিরিজ হার। এরপর সাড়ে তিনশোর বেশি রান করেও হারতে হয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ। তারপর থেকে সমালোচনা আরও বাড়ছে। গম্ভীরের অলরাউন্ডার প্রীতি নিয়ে চর্চা চলছে। গম্ভীরের চাকরি নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু টিম ইন্ডিয়ার হেড কোচের পাশে দাঁড়ালেন অ্যান্ডি ফ্লাওয়ার। লখনউ সুপার জায়ান্টসে একসঙ্গে কাজ করেছেন দু'জন। গম্ভীরের কর্মসংস্কৃতি সম্বন্ধে অবগত। ফ্লাওয়ার বলেন, 'গৌতম গম্ভীরের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে। ওর সঙ্গে কাজ উপভোগ করেছি। ও মেন্টর থাকাকালীন আমাদের পার্টনারশিপকে সম্মান করেছি। লখনউ সুপার জায়ান্টসে জবরদস্ত মেন্টর ছিল। আন্তর্জাতিক মঞ্চেও ওর সঙ্গে আমার সম্পর্ক ভাল। প্লেয়ার এবং নেতা হিসেবে আমি ওকে সম্মান করি। আমার মনে হয়, সব দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তবে ও কখনও দায়িত্ব নেওয়া থেকে পালায়নি।' 

অ্যান্ডি ফ্লাওয়ার মনে করেন, ভারতে প্রচুর প্রতিভাবান প্লেয়ার রয়েছে। তাই ঘরের মাঠে ব়্যাঙ্ক টার্নারের প্রয়োজন নেই। এই প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, 'ভারতে‌ যদি পিচ খুব বেশি টার্ন করে, তাহলে দুই দলের মধ্যে পার্থক্য কমে যায়। আমার মনে হয়, ভারতের টেস্ট জেতার জন্য এত বেশি স্পিনিং ট্র্যাক হওয়ার প্রয়োজন নেই। ভারতীয় দল খুবই প্রতিভাবান। যারা চার, পাঁচ দিনে ম্যাচ জেতার ক্ষমতা রাখে। ওদের এই ধরনের পিচের প্রয়োজন নেই।' বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাই বিরাট কোহলির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ ছন্দে বিরাট। পরপর শতরান করেন। দুটো ম্যাচই দেখেছেন। ফ্লাওয়ার বলেন, 'আমি শেষ দুটো একদিনের ম্যাচ উপভোগ করেছি। যদিও আমি পুরো ম্যাচ দেখিনি, কিছু অংশ দেখেছি। বিরাটকে এইভাবে ব্যাট করতে দেখে খুব ভাল লাগছে। ও আজকাল খুব বেশি ক্রিকেট খেলে না। তাসত্ত্বেও এই মানের ক্রিকেট খেলছে। রানের খিদে এখনও রয়েছে।' বর্তমানে আইএলটি২০ তে ধারাভাষ্যকারের ভূমিকায় ফ্লাওয়ার।