আজকাল ওয়েবডেস্ক: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে...

জীবনানন্দের কবিতার মতো বছর কুড়ি পরেই  ফের সাক্ষাৎ হল তাঁদের। 

 দীর্ঘ দু'দশক পরে একই মহিলা ভক্তের কাছ থেকে জাহির খান পেলেন ফের প্রস্তাব। প্রেমের বাণীও এক। প্ল্যাকার্ডে জ্বল জ্বল করে লেখা, ''জাহির, আই লাভ ইউ।''  গল্পকাহিনিতে এমন কথা শোনা যায়। তাই বলে বাস্তবে...! 

প্রেমের আর্তি নিয়ে জাহিরের কাছে সেদিনের সেই তরুণীর ফিরে আসা মনে করিয়ে দেয় জনপ্রিয় গানের লাইন, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত, আমি এসেছি আমি শুধু তোমারি জন্য, শুধু তোমারি জন্য। শুধু জাহিরের জন্য।  

 

২০০৫  সালের চিন্নাস্বামী স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত এক মহিলা ভক্ত প্রেম নিবেদন করেছিলেন জাহিরকে। 

জাহির খান তখন ভারতের তারকা পেসার। ভরা চিন্নাস্বামীতে ভারত-পাকিস্তান তৃতীয় টেস্ট ম্যাচ তখন পুরোদমে চলছে। 

বীরেন্দ্র শেহবাগ ও রাহুল  দ্রাবিড় তখন বাইশ গজে। এমন সময়ে ক্যামেরা ধরল এক তরুণীকে। লজ্জায় নুয়ে পড়া সেই তরুণী হাতের প্ল্যাকার্ড তুলে ধরলেন। তাতে লেখা, ''জাহির, আই লাভ ইউ।''  

সেই প্রেম প্রস্তাব ততক্ষণে পৌঁছে গিয়েছে ভারতের সাজঘরেও। ক্যামেরা ধরেছে জাহিরকে। তাঁর সামনে  বসা যুবরাজ সিং ভারতের বাঁ হাতি পেসারকে রসিকতা করে উত্যক্ত করে চলেছেন। জাহির উড়ন্ত চুম্বন ছুড়ে বসলেন সেই তরুণীকে। 

?ref_src=twsrc%5Etfw">March 14, 2025

কে বলবে চিন্নাস্বামীতে তখন ভারত-পাক হাই টেনশনের ম্যাচ চলছে। 

এর পরে কেটে গিয়েছে দীর্ঘ কুড়ি বছর। জাহির খান ক্রিকেট ছেড়ে দিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এখন তিনি। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। 

সেদিনের সেই তরুণীর খোঁজ কে আর রেখেছেন! 

কাট টু ২০২৫। তিনি ভক্ত ফিরে এলেন। এখন আর তিনি কুড়ি বছর আগের সেই তরুণী নন। কুড়ি বছরের অভিজ্ঞতা বয়ে গিয়েছে তাঁর জীবনের উপর দিয়ে। কিন্তু এই কুড়ি বছরের ঘটনাপ্রবাহ ধুয়ে দিতে পারেনি জাহির খানের প্রতি প্রেম। 

আগেও যেমন ছিল। এখনও ঠিক একই রয়েছে। প্রেম কখনও মরে না। তা একই থাকে। আরও একবার তা প্রমাণিত।  

লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন জাহির। সেখানেই সেই মহিলা ভক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে জাহিরকে স্বাগত জানালেন। জানিয়ে দিলেন তাঁর হৃদয়ের কথা। এখনও যে হৃদয়ে রয়েছে সেই নাম-জাহির খান। প্ল্যাকার্ডে লেখা, ''জাহির, আই লাভ ইউ।'' 

জাহির নিজেও হতবাক। সেই মহিলা-ভক্ত একই রকম লাজুক। লখনউ সুপার জায়ান্টস সেই ভিডিওয় লিখেছে, ''জাহির খানের প্রতি ভালবাসা একই থেকে গিয়েছে।'' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram