আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত সিদ্ধান্তে মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন যশস্বী জয়সোয়াল। বিতর্কের কেন্দ্রে বাংলাদেশি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। 

কামিন্সের ডেলিভারি পুল করতে গিয়ে ফস্কান যশস্বী। বল চলে যায় অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। অস্ট্রেলিয়া আউটের আবেদন জানায়। কিন্তু ফিল্ড আম্পায়ার আউট দেননি। এরপর ডিআরএস নেয় অস্ট্রেলিয়া। তাতে আউটের সিদ্ধান্ত দেওয়া হয় যশস্বীকে। এটা ঘটনা স্নিকোমিটারে দেখা গেছে বল যশস্বীর ব্যাটে লাগেনি। তবুও ডিআরএসে আউট দেওয়া হয় যশস্বীকে। মাঠ থেকে বেরনোর সময় রীতিমতো হতাশ দেখাচ্ছিল যশস্বীকে।

শরফুদ্দৌলাকে নিয়ে বিতর্ক আর থামছেই না। এবার তাঁকে কটাক্ষ করেছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন।  সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''স্নিকোমিটার এখন ট্রেন্ডিং। এটাই সেরা সময়, এই লোকটাকে এখনই স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা উচিত।'' এদিকে যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই বাংলাদেশি তৃতীয় আম্পায়ার পাশে পেয়েছেন সাইমন টফেলকে। 
মেলবোর্ন টেস্টে হেরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে থাকল তিন নম্বরেই। অস্ট্রেলিয়া দুইয়ে। আর শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই যারা ফাইনালে চলে গেছে।

 

?ref_src=twsrc%5Etfw">December 30, 2024

মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়ার এখন পয়েন্ট ৫৮.‌৮৯। আর ভারতের পয়েন্ট ৫৫.‌৮৯। চলতি সিরিজে আর একটিই টেস্ট বাকি। ৩ জানুয়ারি টেস্ট শুরু সিডনিতে। 

ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষই বলা যায়। যদি বা কিন্তুর মধ্যে প্রথম কাজ ভারতকে সিডনিতে জিততেই হবে। তাহলে সিরিজের ফল হবে ২–২। আর অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিরিজে একটিও টেস্ট জেতা চলবে না অস্ট্রেলিয়ার। সিরিজটি ড্র হলেও অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে। শ্রীলঙ্কা ১–০ বা ২–০ ব্যবধানে সিরিজ জিতলে ভারতের সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। তবে সিডনিতে সবার আগে জিততে হবে।