আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার ডাক-এর পরে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছেআইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট নকভি। এই প্রেক্ষিতে বাংলাদেশের রাস্তায় হাঁটার দিকেই কি এগোচ্ছে পাকিস্তান? টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তানও? এমন পরিস্থিতিতে নকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে। নকভি বলেছেন, ''আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।'' পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে। পাকিস্তানে তিনি ফেরার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন নকভি

এর প্রেক্ষিতে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল জানিয়েছেন, বাংলাদেশকে উসকে গিয়েছে পাকিস্তান। অপ্রয়োজনীয়ভাবে বিষয়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান। এই প্রেক্ষিতে

ভারতে প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বলেন, ''পাকিস্তান অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়রা''

ভাজ্জির মত, বাংলাদেশ ভারতের পিচে ভাল খেলতে পারত এবং বিশ্বকাপে কিছু চমক দেখালেও দেখাতে পারত। হরভজন মনে করেন, বিসিবি-র দরকার ছিল আইসিসির সঙ্গে আলোচনার পথ খোলা রাখা। প্রকাশ্যে না বলা উচিত হয়নিপিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হুমকি ভিত্তিহীন বলে মনে করেন হরভজন

এদিকে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ বয়কট করার হুমকি দেওয়ার পরে ভেসে আসে আইসিসিও পাকিস্তানকে শাস্তি দিতে তৈরি। আইসিসি-র তরফ থেকে সূত্র মারফৎ জানা গিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের দাবিতে অনড় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরোপ হতে পারে নিষেধাজ্ঞাও

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল বিশ্বকাপ থেকে নয়, এশিয়া কাপ, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বা এনওসি না দেওয়ার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে

ভারতের প্রাক্তন তারকা অতুল ওয়াসন গর্জে উঠে বলেছিলেন, সমগ্র ক্রিকেটবিশ্বকে ব্ল্য়াকমেল করছেন নকভি