আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট প্রশাসনে আবারও ফিরছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রবিবারই ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ছ' বছর পরে সিএবি-র মসনদে মহারাজের ফেরা একপ্রকার ঠিক।
বঙ্গীয় ক্রিকেট সংস্থার রিমোট কন্ট্রোল তাঁর হাতেই উঠতে চলেছে। সব ঠিকঠাক থাকলে প্রায় দু'দশক পরে সচিব হিসেবে ফিরছেন বাবলু কোলে।
আরও পড়ুন: 'ভারতের বি টিমও এই পাকিস্তানকে হারাবে', এশিয়া কাপ জয়ী দলের সদস্যের সাফ কথা
রবিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চলতি মাসের ২২ তারিখ সিএবি-তে নির্বাচন। রবিবার সৌরভ ও তাঁর প্যানেলের সদস্যরা মনোনয়ন জমা দেবেন। বিরোধী পক্ষের কেউই নির্বাচনে দাঁড়াচ্ছেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ।
বোর্ডের সভাপতিত্ব ছাড়ার পর আইপিএলের সঙ্গে যুক্ত হন। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের ভূমিকা পালন করেন। সেই সৌরভই আবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ। সম্প্রতি নিলামে তিনি একপ্রকার ছিনিয়ে নিয়েছেন ডিওয়াল্ড ব্রেভিসকে ছিনিয়ে নিয়েছেন। বলেছেন, একসময়ের শত্রু স্টিফেন ফ্লেমিংকে তিনি নিলাম-যুদ্ধে হারিয়েছেন। সৌরভ মানেই ব্যস্ততা। সৌরভ মানেই আবার নতুন লড়াই।
২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি-ও জানিয়ে দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই এক দফা নিশ্চিত হয়ে গিয়েছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। আগামিকাল ঘটনাবহুল রবিবার। দুপুরে সৌরভ ও তাঁর প্যানেলের মনোনয়ন পেশ আর রাতে ভারত-পাক মহারণ।
আরও পড়ুন:ভারতের 'নতুন ছেলেরা...', মহাম্যাচের আগে কোহলি-খোঁচা মিসবার
