আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে বিরাট কোহলির চার নম্বর জায়গা কে ভরাট করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। কিংবদন্তির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে মেলে ধরেন শুভমন গিল। চার ইনিংসের মধ্যে তিনটে শতরান। মোট ৫৮৫ রান। টেকনিক এবং টেম্পারামেন্ট নিয়ে বাকিদের মুখ বন্ধ করে দেন। যাতে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্ক বুচার। পাহাড়প্রমাণ চাপ কাঁধে নিয়ে এই খেলা উপহার দেওয়ায় অবাক তিনি। বুচার বলেন, 'ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মতো চাপের কাজ খুব বেশি নেই। ব্যাটিং অর্ডারে কোহলির জায়গা নেওয়ার চ্যালেঞ্জ, বা তেন্ডুলকরের জায়গা। তাই প্রচণ্ড চাপ ছিল। এখনও পর্যন্ত দারুণ সফলভাবে নিজের দায়িত্ব পালন করেছে। অসাধারণ টেম্পরামেন্ট। টেকনিক্যালিও খুব ভাল খেলেছে। সিরিজের শুরুটা দারুণ করেছে। সিরিজ শেষে একাধিক রেকর্ডের মালিক হতে পারেন। ইতিমধ্যেই ৬০০ রান করে ফেলেছে।'

হেডিংলিতে হারের পর এজবাস্টনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। সিরিজে সমতা ফেরায়। কিন্তু লর্ডস টেস্টের আগে বেন স্টোকসদের সতর্কবার্তা ইংল্যান্ডের প্রাক্তনীর। ভারতের মিডল অর্ডার, বিশেষ করে গিলকে ফেরানোর আগাম স্ট্র্যাটেজি তৈরি রাখার বার্তা দিলেন। বুচার বলেন, 'শুভমনের জন্য জবাব তৈরি রাখতে হবে ইংল্যান্ডকে। প্রথম তিন-চারজনকে অল্প রানের মধ্যে ফিরিয়ে দিতে পারলে সম্ভাবনা থাকবে।' গিলের পাশাপাশি কেএল রাহুল এবং যশস্বী জয়েসওয়ালেরও প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। রাহুলের ধারাবাহিকতা এবং যশস্বীর রানের খিদের উল্লেখ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সিরিজের প্রসঙ্গ তোলেন। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করছিলেন রাহুল। বুচার মনে করেন, লাল বলের ক্রিকেটে তাঁর আদর্শ জায়গা ওপেনিং। দাবি, দ্রুত রাহুলের গড় ৪০ ছুঁয়ে ফেলবে। অন্যদিকে, এত অল্প বয়সে মাত্র কয়েকদিনের অভিজ্ঞতা নিয়ে যশস্বীর টপ অর্ডারে এত দাপটের সঙ্গে ব্যাট করার বিশেষ প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তনী।