আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হলেন বব কাউপার। মৃত্য়ুকালে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৪ বছর। আইসিসি-র প্রাক্তন ম্যাচ রেফারিও ছিলেন তিনি। 

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৯৬৪ থেকে ১৯৬৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেন তিনি। ২৭টি টেস্টে তিনি পাঁচটি  সেঞ্চুরি করেন। টেস্টে ২০৬১ রানের মালিক তিনি। অফ স্পিন বোলিংয়ে নেন ৩৬টি উইকেট।

১৯৬৫-৬৬ মরশুমের অ্যাশেজে মেলবোর্নে ৩০৭ রান তাঁর জীবনের সেরা স্কোর। এই রানই তাঁকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়। কাউপারের টেস্ট অভিষেক হয়েছিল ২৩ বছর বয়সে।  ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। 

 আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করেন তিনি। ২০০৩ সালে তাঁকে ‘মেডেল অফ দ্য অর্ডার অফ  অস্ট্রেলিয়া’ দেওয়া হয়।