আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়া গিয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। 

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়ায়নি এখনও। তার আগেই ভারতীয়দের দিকে ধেয়ে আসছে বাউন্সার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও' কিফের বিশ্বাস, রোহিত শর্মা খেলতে নামলেই অজিরা টার্গেট করবেন ভারত অধিনায়ককে।

হিটম্যানকে নিয়ে যা খবর, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকে পাওয়া যাবে না রোহিতকে। ও' কিফ বলেছেন, ''রোহিত শর্মা হয়তো একটা বা দুটো টেস্ট ম্যাচ খেলবে না। কিন্তু দলের অধিনায়ক ও। অস্ট্রেলিয়া সবসময়ে সফরকারী দলের অধিনায়কের দিকেই টর্পেডো ছোঁড়ে। এই স্ট্র্যাটেজি তারা চিরকাল প্রয়োগ করে এসেছে। আমার মনে হয় রোহিত শর্মাকে ছেড়ে কথা বলবে না অস্ট্রেলিয়া।'' শেষ ১০টি ইনিংসে রোহিত রান করেছেন মাত্র ১৩৩। 

শেষ ১০ ইনিংসে কোহলির রান ১৯২। ব্যর্থ হলেও কোহলি কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই পারেন। কারণ অজিদের বিরুদ্ধেই বিরাট কোহলি নিজের সেরাটা উজাড় করে দেন। ও কিফ বলছেন, ''বিরাট যদি ভাল খেলে ভারত তাহলে সিরিজ জিততেও পারে।'' কিন্তু বনের রাজা এখন কিছুটা দুর্বল হয়েছেন। ও কিফ বলছেন, ''অস্ট্রেলিয়াকে চিরকালই বেগ দিয়েছে কোহলি। দুর্দান্ত প্লেয়ার কোহলি। যদিও বনের রাজা এখন দুর্বল হয়ে পড়েছে। ওকেও খোঁচা দেওয়া হবে।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্টে ২০৪২ রান করেছেন কোহলি। আটটা সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। ও কিফ বলছেন, ''বিরাট কোহলি কী করে, তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। কোহলি যদি ভাল খেলে, তাহলে ভারত হয়তো সিরিজ জিতবে।''