আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির টেস্ট থেকে অবসর গ্রহণ গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। আকস্মিক এই অবসরের অভিঘাতে কাঁপছে দেশ।

অনেকেই বিশ্বাস করতে পারছেন না কোহলি টেস্ট থেকে সরে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিরাট ও অনুষ্কা মুম্বই বিমানবন্দরের বাইরে বেরোতেই উপস্থিত পাপারাজ্জিরা কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ''স্যর, আপনি ঠিক করলেন না। অবসর কেন নিলেন? এবার আমরা ক্রিকেটই আর দেখব না।'' 

সংশ্লিষ্ট পাপারাজ্জি আরও বলেন, ''আপনার জন্যই আমি টেস্ট ক্রিকেট দেখি।'' উপস্থিত পাপারাজ্জিরা কোহলির সঙ্গে ছবি তুলতে চান। কোহলি তাঁদের অনুরোধ ফিরিয়ে দিয়ে বলেন, ''এখন ব্যস্ত রয়েছি। পরে নিশ্চয় একসঙ্গে ছবি তুলবো।''

 

?ref_src=twsrc%5Etfw">May 13, 2025

কোহলি ও পাপারাজ্জিদের কথোপকথন চলতেই থাকে। এক পাপারাজ্জি বলতে থাকেন, ''স্যর ক্রিকেট আর দেখবই না। আপনার জন্যই আমরা ক্রিকেট দেখি। আপনার ওয়ানডের অপেক্ষায় রয়েছি। এবার কি জিতবে আরসিবি?'' বিরাট কোহলি সম্মতিসূচক প্রতিক্রিয়া দেখিয়ে চলে যান।