বর্তমানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই যে গানটি কানে বাজছে, তা হল অক্ষয় খান্নার ‘ধুরন্ধর’ ছবির সেই ভাইরাল ট্র্যাক। কিন্তু গানটির নাম ‘এফএনাইনএলএ’ দেখে অনেকেই বিভ্রান্ত ছিলেন। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন ছিল— এই অদ্ভুত নামের উচ্চারণটা ঠিক কী? অবশেষে সেই রহস্যের জট খুললেন খোদ এই গানের স্রষ্টা, ও জনপ্রিয় র‍্যাপার ফ্লিপারাচি।

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে ফ্লিপারাচি জানিয়েছেন যে, এই গানের নাম আসলে ‘ফাসলা’। তিনি ব্যাখ্যা করেন, আরবী লিখনশৈলী বা চ্যাট ল্যাঙ্গুয়েজে অনেক সময় সংখ্যার ব্যবহার করা হয়। এখানে ‘৯’ সংখ্যাটি আসলে ‘স’ বর্ণের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে ‘এফএনাইনএলএ’ শব্দটিকে উচ্চারণ করতে হবে ‘ফাসলা’ হিসেবে। এতদিন ধরে যাঁরা নানারকম তত্ত্ব খাড়া করছিলেন, তাঁদের সব জল্পনার অবসান ঘটল এই একটি তথ্যে।

 


ফ্লিপারাচি আরও জানান, এই গানটি যে ভারতে এতটা জনপ্রিয় হবে, তা তিনি কল্পনাও করেননি। আরবী হিপ-হপ এবং ভারতীয় তবলার এক অদ্ভুত মেলবন্ধন এই গানটিকে অনন্য করে তুলেছে। র‍্যাপার বলেন, "অনেকেই হয়তো গানের লিরিক্স বা কথার মানে বুঝছেন না, কিন্তু এই গানের বিট বা তালের মধ্যে এমন কিছু আছে যা মানুষের মন ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে অক্ষয় খান্নার সেই নাচের ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় চার্টবাস্টার হয়ে উঠেছে।"

 

 

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল। মাত্র ১৩ দিনে বিশ্বজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটিতে অক্ষয় খান্নার ‘রহমান ডাকাত’ চরিত্রটি দর্শকের কাছে দারুণ পছন্দ হয়েছে।

 


ফ্লিপারাচি জানান, তাঁর ইনবক্স এখন মেসেজ আর রিলে উপচে পড়ছে। তিনি বলেন, "এত এত মিম আর নাচের ভিডিও আসছে যে আমি সবাইকে রিপ্লাই দিতে পারছি না। তবে আমি অভিভূত।" ভারতের এই উন্মাদনা দেখে তিনি খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও ভারতীয় মিউজিকের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ২০২৬ সালের মার্চ মাসে ছবিটির সিক্যুয়েল অর্থাৎ 'ধুরন্ধর ২'। মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা নিয়ে দর্শকের মধ্যে এখনই তুঙ্গে উৎসাহ। সব মিলিয়ে, দর্শক, শ্রোতাদের কাছে উচ্চারণের রহস্য কাটতেই ‘ফাসলা’ গানটির জনপ্রিয়তা যেন আরও এক ধাপ বেড়ে গেল।

 


এই প্রসঙ্গে বলাই যায়, 'ধুরন্ধর' ছবিটি কিন্তু প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। ছবির গল্প ১৯৯৯ সালের বিমান অ্যাটাক, ২০০১ সালের পার্লামেন্ট অ্যাটাক এবং ২০০৮ সালের মুম্বই অ্যাটাকের মতো বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তারকারা ছবিতে যে টানটান পারফর্মেন্স দিয়েছেন, তা দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে। যার ফলস্বরূপ ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ছবিটি দারুণ প্রভাব ফেলেছে।‌ ছবির এই বিপুল সাফল্যই সিক্যুয়েল নিয়ে মানুষের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।