‘ফোর মোর শটস প্লিজ’ ওয়েব সিরিজের সিজন ৪-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত বলিউড অভিনেতা ডিনো মোরেয়া। এহেন আবহে তিনি খোলাখুলি প্রশংসা করলেন ববি দেওল ও অক্ষয় খান্নার সাম্প্রতিক সাফল্যের। একই সঙ্গে তিনি তুলে ধরলেন ডিজিটাল যুগ কীভাবে অভিনেতাদের জনপ্রিয়তাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে, যা তাঁর নিজের সময়ে ছিল না। এবং সেই সময়ে তা যদি থাকত, তাহলে তিনিও ঠিক কত গুণ বেশি জনপ্রিয় হতে পারতেন জনতামহলে। 

 

 

সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডিনো তাঁর কেরিয়ারের সবথেকে স্মরণীয় ছবি ‘রাজ’ ও ‘অকসর’-এর কথাও তুলে ধরেন। ডিনো জানান, আজও বহু দর্শক তাঁকে এই দু’টি ছবির জন্যেই মনে রেখেছেন। সাম্প্রতিক সময়ে ববি দেওল ও অক্ষয় খান্না ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ডিনো বলেন, “ববি ‘অ্যানিম্যাল’-এ যেভাবে নিজেকে নতুন করে প্রমাণ করেছে, আর অক্ষয় যেভাবে ‘ধুরন্ধর’-এ, বিশেষ করে ‘ছাবা’র থেকেও বেশি করে নিজের সুযোগটা কাজে লাগিয়েছে, সেটা সত্যিই অসাধারণ।”

 

 

ডিনোর কথায় উঠে আসে যুগ বদলের হওয়ার কথা। তিনি বলেন, “আমার কেরিয়ারে যখন ‘রাজ’ বা ‘আকসর’ হিট হয়েছিল, তখন তো সোশ্যাল মিডিয়া বলে কিছুই ছিল না। মানুষ হলে গিয়ে ছবি দেখত, মুখে মুখে কথা ছড়াত আর সেই কারণেই আজও আমাকে মনে রেখেছে।” ‘রাজ’ ছবির সাফল্যের প্রসঙ্গ টেনে ডিনো জানান, সেই ছবি গ্রাম থেকে শুরু করে বড় শহর, সব জায়গাতেই ছড়িয়ে পড়েছিল। তখন দর্শকদের প্রতিক্রিয়া আসত সরাসরি, একেবারে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। কোনও অনলাইন ট্রেন্ড বা ভাইরাল শব্দ তখন ছিল না।বর্তমান সময়ের সঙ্গে তুলনা করে ডিনো বলেন, “আজকাল অনেকে ছবি না দেখেই ইন্টারনেটে সব জায়গায় থাকে। আর সেই প্রচারটা অনেক দ্রুত এবং অনেক বেশি দূর পর্যন্ত পৌঁছে যায়।”

 

 

নিজের কেরিয়ারের দিকেও ফিরে তাকান ডিনো। ভারতের শীর্ষ মডেলদের একজন থেকে ‘রাজ’-এর মতো ছবিতে ব্রেকথ্রু পারফরম্যান্স, এই যাত্রাপথে খ্যাতির রূপ যে একেবারেই আলাদা ছিল, তা স্পষ্ট করে বলেন তিনি। ডিনোর মতে, “আজকের দিনে যদি আমি অক্ষয় বা ববি যে ধরনের চরিত্রে অভিনয় করছে, সেরকম কোনও চরিত্রে অভিনয় করতাম, তাহলে সেটা ইন্টারনেটের দৌলতে খুব দ্রুত ছড়িয়ে পড়ত। হয়তো আজ ওরা যে উন্মাদনা পাচ্ছে, সেটা আমিও পেতাম। তবে ওদের জন্য আমি সত্যিই খুব খুশি, কারণ দু’জনেই দুর্দান্ত অভিনেতা।” সাক্ষাৎকারের শেষে ডিনো স্পষ্ট করে দেন, ববি দেওল ও অক্ষয় খান্না যে মনোযোগ ও প্রশংসা পাচ্ছেন, তা পুরোপুরি তাঁদের প্রতিভারই স্বীকৃতি।

 

উল্লেখ্য, ডিনো মোরেয়া ১৯৯৯ সালে রিঙ্কি খান্নার বিপরীতে ‘পেয়ার মেঁ কভি কভি’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে পা রাখেন। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’-এর চতুর্থ সিজনে। এই সিরিজে তাঁর সঙ্গে রয়েছেন কীর্তি কুলহারি, সায়নী গুপ্ত, মানভি গাগরু, বানি জে, প্রতীক বাব্বর, নীল ভুপালম, রাজীব সিদ্ধার্থ ও লিজা রে।