আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়ে নামছে দুই দলই। আগেই জানা গিয়েছিল, পারথে বরাবরের মতই এবারেও বাউন্সি উইকেট প্রস্তুত করা হয়েছে। তবে সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় প্রথমবারের মত পার্থের পিচের ঝলক পায় সংবাদমাধ্যম। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, পিচে প্রচুর জল দেওয়া হয়েছে এবং টেস্ট শুরুর আগে আরও জল দেওয়া সম্ভাবনা। খতিয়ে না দেখলে মাঠ আর পিচের ফারাক বলা কঠিন।

 

 

সবুজ আভা দেখা যাচ্ছে পারথের পিচে। পিচ কিউরেটররা তাদের বর্তমান পরিকল্পনা অনুযায়ী চললে অপটাস স্টেডিয়ামে একটি দ্রুত গতির এবং বেশ ভাল বাউন্সি দেওয়া পিচ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বেশ সুবিধা পাবেন দুই দলের পেস বোলাররা। অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে এই ধরনের উইকেটের সুবিধা নিতে তৈরি। ক্রিকেট মহলের মতে ভারতীয় দলকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। উল্লেখ্য, কিছুদিন আগে অপটাস স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পিচ প্রস্তুত করা হয়েছে পার্থের ঐতিহ্য বজায় রেখেই।

 

 

ফাস্ট বোলিংয়ের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করা হয়েছে। পারথের পিচ কিউরেটর জানিয়েছেন, ‘আমরা এমন পিচ প্রস্তুত করেছি, যেখানে ভাল গতির পাশাপাশি বাউন্স এবং ক্যারি থাকবে। পেস বোলাররা বাড়তি সহায়তা পাবেন’। ম্যাকডোনাল্ড গত বছরের অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্টের কথা উল্লেখ করেন। সেই ম্যাচে পিচের অবস্থা কার্যত খারাপ হয়ে গিয়েছিল। পিচের ফাটল থেকে অপ্রত্যাশিত বাউন্স দেখা গিয়েছিল। এই টেস্টেও পিচ একই রকম থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় দলের পেস আক্রমণ বাউন্স কাজে লাগাতে চেষ্টা করবে।