আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেলা ক্রিকেটারের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। রাজস্থানের এক তরুণী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ এনেছেন আইপিএলের এক ক্রিকেটারের বিরুদ্ধে।
অভিযুক্ত ক্রিকেটারের নাম শিবালিক শর্মা। আইপিএলে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। অবশ্য খেলার সুযোগ পাননি। জানা গেছে, রাজস্থানের যোধপুরের এক তরুণী অভিযোগ দায়ের করেছেন এই ক্রিকেটারের বিরুদ্ধে। লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, বছর দুয়েক আগে তিনি বরোদা গিয়েছিলেন। সেখানেই শিবালিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। তিনি যোধপুরে ফিরলেও ফোনে নিয়মিত যোগাযোগ হত। সাত মাস পর পরিবারের উপস্থিতিতে তাঁদের এনগেজমেন্টও হয় বলে পুলিশকে জানিয়েছে ওই তরুণী।
তরুণী পুলিশকে আরও জানিয়েছেন, শিবালিক ২০২৪ সালে যোধপুরে তাঁর বাড়িতেও গিয়েছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেছেন। এরপর তরুণীর পরিবারকে বরোদায় শিবালিকের পরিবার আমন্ত্রণ জানায় বলে দাবি। সেখানে তরুণীর পরিবারকে শিবালিকের পরিবারের তরফে জানানো হয়, তাদের ছেলে অনেক মেয়ের থেকেই প্রেম প্রস্তাব পাচ্ছে। তাঁর পরিবারকে অপমান করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। তাঁর আরও দাবি, শিবালিককে অনেক বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। উল্টে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তরুণীর।
এদিকে, পুলিশে অভিযোগ দায়েরের পর তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়। যোধপুর পুলিশ জানিয়েছে, ‘কিছুদিন আগেই তরুণী এক ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল। যেখানে বলা হয়েছিল, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শারীরীক সম্পর্ক হয়েছিল। তদন্ত চলছে। তরুণী আরও জানিয়েছে, তাদের এনগেজমেন্টে ২০ লক্ষ টাকা খরচ হয়েছিল।’
প্রসঙ্গত, ২০২৪ মিনি নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় শিবালিককে নিয়েছিল মুম্বই। কিন্তু একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন বরোদার হয়ে। বাঁহাতি ব্যাটারের ঘরোয়া ক্রিকেটে রেকর্ড বেশ ভালই। সেই ক্রিকেটারের বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ।
