আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর ম্যাচ ছিল এফসি গোয়া ও তাজিকিস্তানের এফসি ইস্তিকললের। 

মারগাঁওয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে খেলা শুরুর বাঁশি বাজতেই দেশের ফুটবলের অবস্থা তুলে ধরেন এফসি গোয়ার ফুটবলাররা।  

শেষমেশ ১-২ গোলে ম্যাচটা হেরে যায় গোয়া। খেলার শুরুতেই গোয়ার ফুটবলাররা হাঁটু মুড়ে বসে দেশীয় ফুটবলের অচলাবস্থার কথা তুলে ধরেন। এফসি গোয়া তাদের সোশ্যাল মিডিয়া পেজে লেখে, ''এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচের শুরুতে এফসি গোয়ার ফুটবলাররা কয়েক সেকেন্ডের জন্য খেলা বন্ধ করে দেশের ফুটবলের অচলাবস্থার কথা তুলে ধরে।'' 

ঘরোয়া ফুটবল যে বৃহত্তর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে  তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমনটা করা হয়েছিল। এফসি ইস্তিকলল, এএফসি ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-কে উদ্দেশ্য করে করা হয়নি। তাদের আমরা সম্মান করি। 

ফুটবলারদের এই অঙ্গভঙ্গি প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ নয়। এমনকী কোনও স্টেকহোল্ডারের বিরুদ্ধে নয়। যা করা হয়েছে তা সৎ বিশ্বাসে তৈরি করা হয়েছে। কোনও অপরাধ বা বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য নিয়ে করা হয়নি। 

এদিকে মুম্বইয়ের হাত ছেড়ে চলে গিয়েছে সিটি গ্রুপ। ভারতীয় ফুটবল লাভজনক নয়। সেই কারণে সরে গিয়েছে তারা। সিটি গ্রুপ সরে যাওয়ায় ক্লাবের মালিকানা এখন রণবীর কাপূর ও ব্যবসায়ী বিমল পারেখের হাতে যাবে।